সিলেট পেল তিন মন্ত্রী

- Update Time : ০৪:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ১৬৮ Time View
টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। বুধবার শপথ নিয়েছেন ২৯৭ জন সংসদ সদস্য।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এছাড়া মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। এর মধ্যে সিলেট বিভাগের তিনজন রয়েছেন এই তালিকায়।
তারা হলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ, সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডা. সামন্ত লাল সেন। ডা. সামন্ত লাল সেনের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার টুকেরকান্দি গ্রামে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার কথা মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে জানিয়েছে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়