জাতীয় নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে: সিইসি

- Update Time : ০২:২৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ১৩৪ Time View
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সোমবার (৮ জানুয়ারি) দুপুরে ইসি ভবনে এ তথ্য জানান তিনি।
নির্বাচনে প্রায় শতভাগ আসনের ফলাফল ঘোষণা শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এর মাধ্যমে দলটি টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে। বিকাল ৩টা পর্যন্ত ২৭ শতাংশ ভোটের কথা জানানো হলেও, কিন্তু শেষ ঘণ্টায় ১৩ শতাংশ ভোট পড়েছে, যা অস্বাভাবিক বলে নানা মহলে সমালোচনা হচ্ছে।
সিইসি বলেন, যখন ২টা কিংবা ৩টায় তথ্য দেওয়া হয়, সেটা কোনোভাবেই সঠিক নয়। যখন রাত ১০টায় বলি, তখন সব তথ্য চলে আসে এবং সঠিক তথ্যটি জানা যায়।
তিনি বলেন, এখন ভোটের শতাংশ দাঁড়িয়েছে ৪১.৮ শতাংশ। কারো যদি সন্দেহ থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে। কেউ যদি মনে করেন এ তথ্যে ভুল হয়েছে, ভোটের এ হার নিয়ে সমালোচনাকারীদের তথ্য-প্রমাণ নিয়ে আসার চ্যালেঞ্জ দেওয়া হলো। যদি আপনারা মনে করেন সেটাকে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন।
নওরোজ/এসএইচ