ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীকে ছুরিকাঘাত

জাহাঙ্গীর আকন্দ
  • Update Time : ০৯:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ৯৯ Time View
গাজীপুর মহানগরীর টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন বুদ্দিনের তিন সমর্থক ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় টঙ্গীর হাজি মাজার বস্তির সান্দারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত লাল চানকে (৩৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহত অন্য দুজন হলেন সাহিদা ও শ্যামল।
এলাকাবাসী জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে তাঁর কর্মী-সমর্থকেরা হাজি মাজার বস্তি এলাকায় প্রচারে যান। এ সময় কয়েকজন যুবক তাঁদের প্রচারে বাধা দিলে দুই পক্ষে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই তিনজনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। আহত তিনজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত লাল চানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, লাল চান আমাদের সমর্থক। নৌকার সমর্থকেরা আমাদের প্রচারে বাধা দিয়ে লাল চানকে ছুরিকাঘাত করে আহত করেছে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীকে ছুরিকাঘাত

জাহাঙ্গীর আকন্দ
Update Time : ০৯:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
গাজীপুর মহানগরীর টঙ্গীতে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিন বুদ্দিনের তিন সমর্থক ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যায় টঙ্গীর হাজি মাজার বস্তির সান্দারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত লাল চানকে (৩৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহত অন্য দুজন হলেন সাহিদা ও শ্যামল।
এলাকাবাসী জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাক প্রতীকের প্রার্থীর পক্ষে তাঁর কর্মী-সমর্থকেরা হাজি মাজার বস্তি এলাকায় প্রচারে যান। এ সময় কয়েকজন যুবক তাঁদের প্রচারে বাধা দিলে দুই পক্ষে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ওই তিনজনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। আহত তিনজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত লাল চানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, লাল চান আমাদের সমর্থক। নৌকার সমর্থকেরা আমাদের প্রচারে বাধা দিয়ে লাল চানকে ছুরিকাঘাত করে আহত করেছে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।