ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রথমবারের আন্তর্জাতিক মিডিয়ায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দায় নেবেন ড. ইউনূস: ফখরুল ওসমানী বিমানবন্দরে ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা শাহবাগ-আগারগাঁও মেট্রোরেল চলাচল বন্ধ শরিয়তপুরের জেলা জজের বক্তব্য ঠিক নয় : রেজিস্ট্রার জেনারেল বাকৃবিতে নারী হয়ে নিজের সহপাঠীর অপ্রীতিকর ছবি সিনিয়র ভাইকে পাঠানোর অভিযোগ ‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’ তিন বিচারপতিকে শোকজের তথ্য সত্য নয়: সুপ্রিম কোর্ট ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন গণপূর্তে একটি অনিয়ম ঢাকতে আরেকটি অনিয়ম

কিছু দলের আন্দোলন এখন পর্যন্ত গণতান্ত্রিক : সিলেটে সিইসি

মো: মুহিবুর রহমান, সিলেট
  • Update Time : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • / ২৮৫ Time View

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে না এসে কিছু দল যে আন্দোলন করছে এখন পর্যন্ত তা গণতান্ত্রিক অধিকারের মধ্য রয়েছে, তবে নির্বাচন বানচালের মত কর্মসূচি দিলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নিয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকবে।

আজ শনিবার দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমবে না, তবে কেউ মিথ্যা তথ্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর আগে সকালে সিলেট সার্কিট হাউজে জেলার ৬টি আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি প্রধান নির্বাচন কমিশনার।এসময় সূচনা বক্তব্যে তিনি বলেন, এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘আমরা সরকার থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচনটাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচনি মাঠে সকল প্রার্থীরা যাতে সমান সুযোগ পায় সে জন্য তার কমিশন আন্তরিকভাবে কাজ করছে।’ সিলেটের বিভাগীয় কমিশনার আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইলেকশন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সিলেটের জেলাপ্রশাসক শেখ রাসেল হাসান। এসময় সিলেট জেলার জাতীয় সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

কিছু দলের আন্দোলন এখন পর্যন্ত গণতান্ত্রিক : সিলেটে সিইসি

মো: মুহিবুর রহমান, সিলেট
Update Time : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে না এসে কিছু দল যে আন্দোলন করছে এখন পর্যন্ত তা গণতান্ত্রিক অধিকারের মধ্য রয়েছে, তবে নির্বাচন বানচালের মত কর্মসূচি দিলে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নিয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকবে।

আজ শনিবার দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের দিন ইন্টারনেট ব্যান্ডউইথ কমবে না, তবে কেউ মিথ্যা তথ্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর আগে সকালে সিলেট সার্কিট হাউজে জেলার ৬টি আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি প্রধান নির্বাচন কমিশনার।এসময় সূচনা বক্তব্যে তিনি বলেন, এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘আমরা সরকার থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচনটাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচনি মাঠে সকল প্রার্থীরা যাতে সমান সুযোগ পায় সে জন্য তার কমিশন আন্তরিকভাবে কাজ করছে।’ সিলেটের বিভাগীয় কমিশনার আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইলেকশন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সিলেটের জেলাপ্রশাসক শেখ রাসেল হাসান। এসময় সিলেট জেলার জাতীয় সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।