হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

- Update Time : ০৩:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ২৪৭ Time View
গাজীপুরের টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ আউচপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠানে শত শত শিক্ষার্থী, অভিভাবকরা অংশগ্রহণ করেন।
হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী।
এতে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, হাজী ইয়াছিন মিয়া, মাসুম বিল্লাহ বিপ্লব, আরিফ হোসেন মাস্টার, শিক্ষক প্রতিনিধি নাজমুল আলম, মাসুদুর রহমান, আব্দুল সাত্তার, জাকির হোসেন, কাজী নূর মোহাম্মদ চঞ্চল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক শাহাদৎ হোসেন, মেহেদুল হক, বিপুল কুমার, সোহেল রানা, জসিম উদ্দিন, রাজিয়া আক্তার, জিন্নাতারা নিপা, মাহমুদা আক্তার, মুহাম্মদ ইমরান খান, মহসিনা হোসেন মীম, অনিতা আক্তার। পরে উপস্থিত শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার তুলে দেওয়া হয়।