ঢাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সঞ্জীব উৎসব ২০২৩

- Update Time : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ২৫২ Time View
আগামীকাল ২৫ ডিসেম্বর নন্দিত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘দ্বাদশ সঞ্জীব উৎসব ২০২৩’।
জানা গেছে, আগামীকাল বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে আয়োজিত হবে এ স্মৃতিচারণ উৎসব।
এই উৎসবে গান পরিবেশন করবেন লিমন, জয় শাহরিয়ার, মুয়ীয মাহফুজ, সন্ধি, আহমেদ হাসান সানি, সাহস মুস্তাফিজ, সুহৃদ স্বাগত, শতাব্দী ভব, অর্ঘ্য, ঘুণপোকা, রাজেশ মজুমদার ও রাশেদ।এ সকল আয়োজন সাজিয়েছে সঞ্জীব উৎসব উদযাপন পরিষদ।
উৎসব আয়োজনে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি ও আজব কারখানা। উৎসব শুরু হবে বিকেল চারটায়, চলবে রাত নয়টা পর্যন্ত।
অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী সঞ্জীব চৌধুরী ছিলেন একাধারে শিল্পী, লেখক ও সাংবাদিক। সঞ্জীব চৌধুরীর ও বাপ্পা মজুমদার মিলে গড়ে তুলেছিলেন ব্যান্ড ‘দলছুট’।