দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
টঙ্গীতে ঈগল মার্কা স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

- Update Time : ০৭:৩০:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ২৮৪ Time View
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে জনসংযোগ করছেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর দত্তপাড়া ও পাগাড় এলাকায় এই গনসংযোগ করেন তিনি। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তি ও ঈগল সমর্থক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরমধ্যে দুপুরে টঙ্গী বিসিক একটি স্থাণীয় পোষাক কারখানায় শ্রমিকদের সাথে কথা বলে ভোট চান সাইফুল ইসলাম।
এসময় তিনি বলেন, আমার বাবা একজন শ্রমিক ছিলেন। আমি একজন শ্রমিকের সন্তান। আমার বাবা শ্রমিকদের অধিকার আদয়ে আন্দোলন করতেন। আমিও বাবার আদর্শে অনুপ্রানিত হয়ে শ্রমজীবী মানুষের পাশে থেকে কাজ করেছি। শত শত গৃহহীন শ্রমজীবী মানুষকে ঘর করে দিয়েছি। তাদের বাসস্থানের ব্যবস্থা করেছি। আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে শ্রমজীবী মানুষের জন্য আরো দৃঢ়ভাবে কাজ করবো। শ্রমিকদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করবো। এই অঞ্চলকে মাদক মুক্ত করতে কাজ করে যাব। জনসংযোগ কালে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়