ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
উত্তরায় বিমান বিধ্বস্ত : আহতদের মেট্রোরেলে বহনে বগি রিজার্ভ হাসিনা-কাদেরের ঘনিষ্ঠ আ.লীগ নেতাদের সাথে বিএনপি নেতার ছবি ভাইরাল   শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক বার্তা উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত; নিহত ১, আহত ২০ কেয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না : গয়েশ্বর চকরিয়ায় হরতালের সমর্থনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ গাড়ি কেনার জন্য টাকা না দেওয়ায় নির্যাতন, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে স্ত্রীর মামলা বেরোবি প্রশাসনকে ‘শাড়ি-চুড়ি’ দিলো শিক্ষার্থীরা রংপুরে ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার সিটি করপোরেশনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা আদায়

বিপিএলের সূচি ঘোষণা করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৭:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ১৩২ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) দশম আসরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুর্দান্ত ঢাকার বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসরের প্রথম ম্যাচ খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি। একই দিন সিলেট স্ট্রাইকার্স খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

২০ জানুয়ারি মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার বিসিবি এই সূচি ঘোষণা করেছে।

সাত দল নিয়ে অনুষ্ঠেয় আসরের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। তবে শুক্রবারের ম্যাচটি হবে দুপুর ২টা থেকে। একইভাবে দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তবে শুক্রবারের ম্যাচটি শুরু হবে সাতটায়।

গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের ভিত্তিতে চার দল সেমিফাইনালে আসবে। সেখান থেকে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ভিত্তিতে ফাইনালে যাবে দুই দল। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর মাঠে গড়াবে ২৫ ফেব্রুয়ারি। আসরের ফাইনাল রাখা হয়েছে ১ মার্চ।

গত আসরের মতো এবারের বিপিএলও তিন ভেন্যুতে হবে। ঢাকা পর্বে আসর শুরু হবে। সেখান থেকে যাবে সিলেট পর্বে। ওই পর্বের ম্যাচ ২৫ জানুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর আবার ঢাকা পর্ব। সেখান থেকে চট্টগ্রাম পর্বে যাবে আসর। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় হবে ফাইনাল পর্ব।

Please Share This Post in Your Social Media

বিপিএলের সূচি ঘোষণা করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৭:২৯:০১ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) দশম আসরের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুর্দান্ত ঢাকার বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসরের প্রথম ম্যাচ খেলবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি। একই দিন সিলেট স্ট্রাইকার্স খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

২০ জানুয়ারি মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার বিসিবি এই সূচি ঘোষণা করেছে।

সাত দল নিয়ে অনুষ্ঠেয় আসরের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। তবে শুক্রবারের ম্যাচটি হবে দুপুর ২টা থেকে। একইভাবে দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তবে শুক্রবারের ম্যাচটি শুরু হবে সাতটায়।

গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের ভিত্তিতে চার দল সেমিফাইনালে আসবে। সেখান থেকে এলিমিনেটর ও কোয়ালিফায়ার ভিত্তিতে ফাইনালে যাবে দুই দল। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর মাঠে গড়াবে ২৫ ফেব্রুয়ারি। আসরের ফাইনাল রাখা হয়েছে ১ মার্চ।

গত আসরের মতো এবারের বিপিএলও তিন ভেন্যুতে হবে। ঢাকা পর্বে আসর শুরু হবে। সেখান থেকে যাবে সিলেট পর্বে। ওই পর্বের ম্যাচ ২৫ জানুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর আবার ঢাকা পর্ব। সেখান থেকে চট্টগ্রাম পর্বে যাবে আসর। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় হবে ফাইনাল পর্ব।