ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মহাদেবপুরে ধর্ষককে ছেড়ে দিয়ে নির্যাতিতাকে তালাক দেওয়ালেন মাতব্বররা নোয়াখালীতে জামায়াতের ৭ নেতাকর্মি হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে জেলেনস্কি পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূলহোতা গ্রেপ্তার আওয়ামী লীগের বটবাহিনী আমার সকল আত্মীয়-স্বজনদের টার্গেট করেছে : প্রেস সচিব প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে : তারেক রহমান শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে : অমিতাভ বচ্চন দুই কুতুবের কথা না শোনায় বিচারকদের করুণ দশা! যে কৌশলে ঘুমিয়ে পড়বেন মাত্র ২ মিনিটেই পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে কিম জং উনের নতুন হুমকি

কুড়িগ্রামে ধীরে ধীরে মাদক পয়েন্টগুলো সচল হয়ে উঠেছে

সুলতান আহমেদ , কুড়িগ্রাম
  • Update Time : ০৬:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / ৩৪১ Time View

শীতের কুয়াশামাখা স্নিগ্ধমাখা আচরণের ভিতর আধো আধো কুয়াশাচ্ছন্নতায় যখন মানুষ যুবুথুবু ঠিক সেই সময়ে শীতের আড়ালে আবডালে আবারো ভেসে উঠছে মাদকের ডামাডোল।

কুড়িগ্রামে মাদকের রাস্তাগুলো এ সময়ে ধীরে ধীরে সচল হয়ে উঠেছে। বিশেষ করে কুড়িগ্রাম জেলার চিলমারী -নারায়নগঞ্জ, চিলমারী -দাতভাঙ্গা, চিলমারী রাজীবপুর, ফকিরের হাট-রৌমারীর চর অন্যদিকে মোগল বাছা -রৌমারী, মোগলবাছা-ভারতের ধুবরী, মোগল বাছা-ভেলুর হাট কুড়িগ্রাম ধরলা ব্রীজ থেকে ফকিরের হাট , ভূরুঙ্গামারীর চর ভূরুঙ্গামারী, দক্ষিণ হাট , নাগেশ্বরী উপজেলার ব্রীজের পার, রামখনা দীঘিরপাড় , ফুলবাড়ী উপজেলার গঙ্গার হাট, বালার হাট বিজিপি ক্যাম্প সংলগ্ন ২টি এলাকা , নাগেশ্বরী -বেরুবাড়ী, ফুলবাড়ী খড়িবাড়ী, ভূরুঙ্গামারী- জয়মনী, কুড়িগ্রাম বাংটুর ঘাট, রাজারহাট বাই পাস কুড়িগ্রাম, তিস্তা-রাজারহাট , উলিপুর হায়াৎ খাঁ, উলিপুর ডাকবাংলা পাড়া ,নগড়াকুড়া ঘাট, বিশেষ করে ধরলা নদীর মাঝ স্তর কখনও নৌকার হাঁকানো মাঝি ঘাট, চিলমারীর ঢুশমারী থানা ঘাট ফুল বাড়ী পানি মাছ কুঠি ইদানিং নৌঘাট এলাকাগুলো মাদক ব্যবসায়ীদের জন্য শীতকালে ভয়াবহ আকার ধারণ করে থাকে।

কুড়িগ্রামের ৩ টি উপজেলা মাদকের ক্ষেত্রে চিহ্নিত। ৩টি উপজেলার ৫টি পয়েন্ট নিয়ে স্থানীয়রা মারাত্মক চিন্তায় রয়েছে মর্মে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযান পরিচালনা করায় মাদক ব্যবসায়ীদের পথ-ঘাট অনেকটা সংকুচিত হয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে ভিন্ন ভিন্ন কৌশলে জোড়ালো অভিযান চলছে বলে জানা গেছে।

সচল পয়েন্টগলোতে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা,হূস্কী, মদ(বিদেশি),চরচসহ বিভিন্ন মাদক চোরাচালান হয়ে থাকে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

কুড়িগ্রামে ধীরে ধীরে মাদক পয়েন্টগুলো সচল হয়ে উঠেছে

সুলতান আহমেদ , কুড়িগ্রাম
Update Time : ০৬:৫৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

শীতের কুয়াশামাখা স্নিগ্ধমাখা আচরণের ভিতর আধো আধো কুয়াশাচ্ছন্নতায় যখন মানুষ যুবুথুবু ঠিক সেই সময়ে শীতের আড়ালে আবডালে আবারো ভেসে উঠছে মাদকের ডামাডোল।

কুড়িগ্রামে মাদকের রাস্তাগুলো এ সময়ে ধীরে ধীরে সচল হয়ে উঠেছে। বিশেষ করে কুড়িগ্রাম জেলার চিলমারী -নারায়নগঞ্জ, চিলমারী -দাতভাঙ্গা, চিলমারী রাজীবপুর, ফকিরের হাট-রৌমারীর চর অন্যদিকে মোগল বাছা -রৌমারী, মোগলবাছা-ভারতের ধুবরী, মোগল বাছা-ভেলুর হাট কুড়িগ্রাম ধরলা ব্রীজ থেকে ফকিরের হাট , ভূরুঙ্গামারীর চর ভূরুঙ্গামারী, দক্ষিণ হাট , নাগেশ্বরী উপজেলার ব্রীজের পার, রামখনা দীঘিরপাড় , ফুলবাড়ী উপজেলার গঙ্গার হাট, বালার হাট বিজিপি ক্যাম্প সংলগ্ন ২টি এলাকা , নাগেশ্বরী -বেরুবাড়ী, ফুলবাড়ী খড়িবাড়ী, ভূরুঙ্গামারী- জয়মনী, কুড়িগ্রাম বাংটুর ঘাট, রাজারহাট বাই পাস কুড়িগ্রাম, তিস্তা-রাজারহাট , উলিপুর হায়াৎ খাঁ, উলিপুর ডাকবাংলা পাড়া ,নগড়াকুড়া ঘাট, বিশেষ করে ধরলা নদীর মাঝ স্তর কখনও নৌকার হাঁকানো মাঝি ঘাট, চিলমারীর ঢুশমারী থানা ঘাট ফুল বাড়ী পানি মাছ কুঠি ইদানিং নৌঘাট এলাকাগুলো মাদক ব্যবসায়ীদের জন্য শীতকালে ভয়াবহ আকার ধারণ করে থাকে।

কুড়িগ্রামের ৩ টি উপজেলা মাদকের ক্ষেত্রে চিহ্নিত। ৩টি উপজেলার ৫টি পয়েন্ট নিয়ে স্থানীয়রা মারাত্মক চিন্তায় রয়েছে মর্মে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম জেলায় বিশেষ অভিযান পরিচালনা করায় মাদক ব্যবসায়ীদের পথ-ঘাট অনেকটা সংকুচিত হয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পয়েন্টে ভিন্ন ভিন্ন কৌশলে জোড়ালো অভিযান চলছে বলে জানা গেছে।

সচল পয়েন্টগলোতে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা,হূস্কী, মদ(বিদেশি),চরচসহ বিভিন্ন মাদক চোরাচালান হয়ে থাকে বলে জানা যায়।