ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত
তিনটি সংসার ভাঙ্গার সম্ভাবনা

গোবিন্দগঞ্জে বিয়ের দাবীতে বিয়াই’র বাড়ীতে বিয়াইনের অবস্থান

গোবিন্দগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ১১:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ২২২ Time View

দীর্ঘদিন যাবত অনৈতিক সম্পর্ক ফাঁস হওয়ায় বিয়ের দাবী নিয়ে বিয়াই এর বাড়ী অবস্থান করছে বিয়াইন। এঘটনায় মারপিট করে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে বিয়াই ও তার আত্নীয় স্বজনরা।

পরে ৯৯৯ নম্বরে অভিযোগ করলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিয়াই ও বিয়াইনকে থানায় নিয়ে আসে।

জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া ( কালুগাড়ী) গ্রামে এমন ঘটনাটি ঘটেছে।

খুকশিয়া ( কালুগাড়ী) গ্রামের মৃত আঃ কদ্দুসের ছেলে ছয়ফল মিয়ার মেয়ের সহিত প্রায় দেড় বছর পূর্বে একই গ্রামের পাতারিয়া বাড়ীর মমতাজ উদ্দিনের ছেলে বিপুলের বিবাহ হয়।

বিবাহের কিছুদিন পর থেকে বিয়াই ছয়ফল তার বিয়াইনের প্রতি কু-নজর দেয়া শুরু করে। আত্নীয়তার কারনে উভয়ের বাড়ীতে যাতায়াতের সুযোগে ছয়ফল মিয়া তার বিয়াইনের সঙ্গে জোরপূর্বক যৌন মেলামেশা করে। সেই থেকে শুরু হয় তাদের এই অবৈধ সম্পর্ক।

এর এক পর্যায়ে গত ৫ ডিসেম্বর মঙ্গলবার মেঘাছন্ন দিনে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ছয়ফল মিয়া সু-কৌশলে তার বিয়াইনকে ফোন দিয়ে বাড়ীতে ডেকে নেয়। এতে ছয়ফলের স্ত্রীর সন্দেহ হলে পার্শ্ববর্তী দুইজনকে কৌশলে ডাকে। তারা এসে ঘরের জানালা দিয়ে বিয়াই-বিয়াইনের অনৈতিক কার্যকলাপ দেখে ডাক চিৎকার দিয়ে লোকজন একত্রিত করে।

লোকজন জানাজানি হওয়ায় বিষয়টি নিয়ে দফায় দফায় দেন দরবার করে বিয়াইনকে মারপিট করে ছয়ফুলের দুলাভাই (বোন জামাই) একই গ্রামের (ডাঙ্গা পাড়ার)মৃত কোনা শেখের ছেলে আঃ জলিলের বাড়ীতে নিয়ে যায় এবং পরে স্বামী মমতাজের বাড়ীতে পাঠায়।

এসব ঘটনা জানার পর স্বামী মমতাজ তার স্ত্রীকে বাড়ীতে উঠতে না দেয়ায় ৯ ডিসেম্বর শনিবার সকালে বিয়ের দাবী নিয়ে বিয়াইন বিয়াই ছয়ফলের বাড়ীতে অবস্থান নেয়। এতে ছয়ফল ক্ষিপ্ত হয়ে তার দুলাভাই (বোন জামাই) ও ভাগ্নেসহ কতিপয় লোকজন তাকে মারপিট করে বাড়ী থেকে বের করে দেয় ও ছয়ফলের কয়েকটি গরু নিয়ে গোপনে জলিলের বাড়ীতে রাখে।

এর পর ৯৯৯ নম্বরে ফোন দিলে বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়াই ও বিয়াইনকে থানায় নিয়ে আসে। এতে তিনটি সংসার ভাঙ্গার সম্ভাবনা রয়েছে বলে জানান এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

তিনটি সংসার ভাঙ্গার সম্ভাবনা

গোবিন্দগঞ্জে বিয়ের দাবীতে বিয়াই’র বাড়ীতে বিয়াইনের অবস্থান

গোবিন্দগঞ্জ প্রতিনিধি
Update Time : ১১:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩

দীর্ঘদিন যাবত অনৈতিক সম্পর্ক ফাঁস হওয়ায় বিয়ের দাবী নিয়ে বিয়াই এর বাড়ী অবস্থান করছে বিয়াইন। এঘটনায় মারপিট করে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে বিয়াই ও তার আত্নীয় স্বজনরা।

পরে ৯৯৯ নম্বরে অভিযোগ করলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিয়াই ও বিয়াইনকে থানায় নিয়ে আসে।

জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া ( কালুগাড়ী) গ্রামে এমন ঘটনাটি ঘটেছে।

খুকশিয়া ( কালুগাড়ী) গ্রামের মৃত আঃ কদ্দুসের ছেলে ছয়ফল মিয়ার মেয়ের সহিত প্রায় দেড় বছর পূর্বে একই গ্রামের পাতারিয়া বাড়ীর মমতাজ উদ্দিনের ছেলে বিপুলের বিবাহ হয়।

বিবাহের কিছুদিন পর থেকে বিয়াই ছয়ফল তার বিয়াইনের প্রতি কু-নজর দেয়া শুরু করে। আত্নীয়তার কারনে উভয়ের বাড়ীতে যাতায়াতের সুযোগে ছয়ফল মিয়া তার বিয়াইনের সঙ্গে জোরপূর্বক যৌন মেলামেশা করে। সেই থেকে শুরু হয় তাদের এই অবৈধ সম্পর্ক।

এর এক পর্যায়ে গত ৫ ডিসেম্বর মঙ্গলবার মেঘাছন্ন দিনে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ছয়ফল মিয়া সু-কৌশলে তার বিয়াইনকে ফোন দিয়ে বাড়ীতে ডেকে নেয়। এতে ছয়ফলের স্ত্রীর সন্দেহ হলে পার্শ্ববর্তী দুইজনকে কৌশলে ডাকে। তারা এসে ঘরের জানালা দিয়ে বিয়াই-বিয়াইনের অনৈতিক কার্যকলাপ দেখে ডাক চিৎকার দিয়ে লোকজন একত্রিত করে।

লোকজন জানাজানি হওয়ায় বিষয়টি নিয়ে দফায় দফায় দেন দরবার করে বিয়াইনকে মারপিট করে ছয়ফুলের দুলাভাই (বোন জামাই) একই গ্রামের (ডাঙ্গা পাড়ার)মৃত কোনা শেখের ছেলে আঃ জলিলের বাড়ীতে নিয়ে যায় এবং পরে স্বামী মমতাজের বাড়ীতে পাঠায়।

এসব ঘটনা জানার পর স্বামী মমতাজ তার স্ত্রীকে বাড়ীতে উঠতে না দেয়ায় ৯ ডিসেম্বর শনিবার সকালে বিয়ের দাবী নিয়ে বিয়াইন বিয়াই ছয়ফলের বাড়ীতে অবস্থান নেয়। এতে ছয়ফল ক্ষিপ্ত হয়ে তার দুলাভাই (বোন জামাই) ও ভাগ্নেসহ কতিপয় লোকজন তাকে মারপিট করে বাড়ী থেকে বের করে দেয় ও ছয়ফলের কয়েকটি গরু নিয়ে গোপনে জলিলের বাড়ীতে রাখে।

এর পর ৯৯৯ নম্বরে ফোন দিলে বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়াই ও বিয়াইনকে থানায় নিয়ে আসে। এতে তিনটি সংসার ভাঙ্গার সম্ভাবনা রয়েছে বলে জানান এলাকাবাসী।