বিজয়ের উৎসবে ঢাকা রিজেন্সির আয়োজন “বিজয় উল্লাস”

- Update Time : ০৮:০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ৩৩২ Time View
ডিসেম্বর, বিজয়ের মাস, শৌর্য আর বীরত্বের এই অবিস্মরণীয় মাসে প্রতি বছর বাংলাদেশের মানুষের মাঝে বিরাজ করে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং মাসজুড়ে থাকে নানা রকম অনুষ্ঠানের আয়োজন।
একইসঙ্গে জাতিকে স্মরণ করিয়ে দেয় অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতার কথা। তাই বিজয় দিবস উৎযাপন উপলক্ষে ঢাকা রিজেন্সি আয়োজন করেছে “বিজয় উল্লাস”- এর; চলবে ১৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এর এই উৎসবে হোটেলটি তার অন্যতম জনপ্রিয় গ্র্যান্ডিওস রেস্টুরেন্ট-এ অতিথিদের জন্য ৭ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করেছে বুফে ডিনার এ ডাইন থ্রি অ্যাট প্রাইস অফ ওয়ান; যার মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৬৬৬ টাকা!
স্পা সার্ভিসে ১৬ শতাংশ ডিসকাউন্ট; কম্ফি লাউঞ্জে ১৬ শতাংশ ডিসকাউন্ট , জিম মেম্বারশিপে ৫০ শতাংশ ডিসকাউন্ট , রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট “গ্রিল অন দা স্কাইলাইন”-এ আলা-কার্ট মেন্যু-তে থাকছে ১৬ % ডিসকাউন্ট।
এছাড়া রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট “গ্রিল অন দা স্কাইলাইন”-এ অতিথিদের জন্য থাকছে বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর-এ স্পেশাল বার-বি-কিউ সেলিব্রেশন ডিনার, সাথে খোলা আকাশের নিচে শীতল হাওয়ায় মিউজিক উপভোগ করার জমজমাট আয়োজন-তো আছেই! আরও থাকছে র্যাফেল ড্র সহ নানা অ্যাক্টিভিটিস সন্ধ্যা ৬:০০ টা থেকে রাত১১ঃ০০টাপর্যন্ত।
অতিথিরা বিস্তারিত জানতে 01713332661-এ যোগাযোগ করুন। অথবা ভিজিট করুনঃ https://fb.me/e/JDm3ZLrN
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়