ব্রেকিং নিউজঃ
গুলিস্তানে ভিক্টর পরিবহনে আগুন

স্টাফ রিপোর্টার
- Update Time : ০৫:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / ২৪৮ Time View
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ রবিবার দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নিনির্বাপণে গেছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘দুপুরে গুলিস্তানের ফুলবাড়িয়ায় ফ্লাইওভারের নিচে একটি যাত্রীবাহী বাসে আমরা আগুনের খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠাই।’
এর আগে গতকাল শনিবার (০২ ডিসেম্বর) রাতে আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী টার্মিনাল ও আগারগাঁওয়ে তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।