বিজয়নগরে বাসে আগুন

- Update Time : ০১:২৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ২২২ Time View
রাজধানীর বিজয়নগরে আজমেরী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পাঠানো হয়। দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, আজমেরি পরিবহনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে বাসের ভেতরের অংশ পুড়ে গেছে। যাত্রী সেজে নাকি অন্য কোনোভাবে আগুন দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে। এ অবরোধ শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টায়।
নওরোজ/এ্সএইচ