বাংলাদেশ জাতীয় ‘এ’ ভলিবল দলের কোচ হলেন শওকত সিদ্দিকী

- Update Time : ১২:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ৫১২ Time View
রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের শারীরিক শিক্ষা শিক্ষক মোঃ শওকত সিদ্দিকী বাংলাদেশ জাতীয় ‘এ’ ভলিবল (পুরুষ) দলের কোচ মনোনিত হয়েছে।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ছাত্রী) ও বাংলাদেশ পুলিশ নারী দলের কোচ হিসেবেও কাজ করেছেন। সম্প্রতি বাংলাদেশ পুলিশ ভলিবল প্রতিযোগিতায় ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুরুষ দলের কোচ ছিলেন। ভারতের চেন্নাই এ এশিয়ান ভলিবল ডেভেলপমেন্ট সেন্টারে আন্তর্জাতিক ভলিবল কোচেস কোর্স লেভেল ওয়ান সম্পন্ন করেন ও পরবর্তীতে আন্তর্জাতিক ভলিবল সংস্থার এফআইভিবি’র প্রশিক্ষক মিসরের ওয়াসেমীর তত্তাবধানে লেভেল টু কোর্সে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। মালোয়েশিয়ার কুয়ালামাপুরে অর্জন করেছেন স্পোর্টস লিডারশীপ সার্টিফিকেট।
প্রাথমিক পর্যায়ে শওকত সিদ্দিকী ও জাতীয় ভলিবল দলের কোচ ইমদাদুল হক মিলন কাজ করছেন। পরবর্তীতে ইরানের ড. আলী পোর আরোজী এসে চিফ কোচের দায়িত্ব গ্রহণ করবেন। দেশের বিভিন্ন জেলার ৩৯ জন উদীয়মান খেলোয়াড় এ প্রশিক্ষণে যোগ দিয়েছেন এবং ২য় পর্বে তাদের সাথে যোগ দেবেন বিভিন্ন সার্ভিসেস দল ও বিকেএসপির অন্যান্য খেলোয়াড়বৃন্দ গঠিত হবে বাংলাদেশ জাতীয় ‘এ’ পুরুষ ভলিবল দল।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মিকু স্বাক্ষরিত পত্রের আলোকে জানা গেছে ১৮ নভেম্বর ২০২৩ থেকে ১৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত দেশের বিভিন্ন জেলার উদীয়মান তরুণ খেলোয়াড়দের নিয়ে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে আবাসিক ক্যাম্পের মাধ্যমে এ প্রশিক্ষণ চলবে।
নওরোজ/এসএইচ