ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাতীয় পরিচয় পত্রের কার্যক্রম সিভিল রেজিস্ট্রেশন কমিশনে হস্তান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন রমেকের ডাক্তার মাহাবুবকে চান ‘না’ সহকর্মীরা, অন্যত্র বদলির দাবি  চায়ের দোকানের আঁড়ালে মদের ব্যবসা, গ্রেফতার ২ কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস

বিশ্বকাপ থেকে বাদ পড়েও ২ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / ১৮১ Time View

বিশ্বকাপে প্রত্যাশার ছিঁটেফোটাও দেখাতে পারেনি বাংলাদেশ। বাজে পারফরম্যান্সের কারণে সবার আগে আসর থেকে ছিটকে পড়েন সাকিব-মুশফিকরা।

ভালো শুরুর পর মনে হয়েছিল, সত্যিই এবারের বিশ্বকাপে দারুণ কিছু করবে বাংলাদেশ। এরপর টানা ছয় হারের লজ্জা। শেষদিকে এসে আরেকটি জয় পেলেও স্মরণকালে সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরেছে টিম বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের শেষদিকে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে মিষ্টি স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের তিক্ত স্বাদ নিয়ে আসর শেষ করেছে টাইগাররা।

সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ করতে না পারলেও বড় অংকের অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছিল যে, প্রতিটি জয়ের জন্য অংশগ্রহণকারী দলগুলো নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কার পাবে। এছাড়া যারা কোনো ম্যাচ জিততে পারবে না তারাও গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে আর্থিক পুরস্কার পাবে।

আইসিসির ঘোষণা অনুসারে, গ্রুপপর্বে খেলার জন্য এক লাখ মার্কিন ডলার করে পাবে দলগুলো। আর প্রতিটি ম্যাচ জয়ের পুরস্কার হিসেবে পাবে ৪০ হাজার মার্কিন ডলার।

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ জিতেছে ২টিতে- আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। দুই জয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ পাবে ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার। আর সাথে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে পাবে আরও এক লাখ মার্কিন ডলার।

সবমিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)।

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে আজ (রোববার) সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী চাটার্ড ফ্লাইটটি।

Please Share This Post in Your Social Media

বিশ্বকাপ থেকে বাদ পড়েও ২ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৬:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

বিশ্বকাপে প্রত্যাশার ছিঁটেফোটাও দেখাতে পারেনি বাংলাদেশ। বাজে পারফরম্যান্সের কারণে সবার আগে আসর থেকে ছিটকে পড়েন সাকিব-মুশফিকরা।

ভালো শুরুর পর মনে হয়েছিল, সত্যিই এবারের বিশ্বকাপে দারুণ কিছু করবে বাংলাদেশ। এরপর টানা ছয় হারের লজ্জা। শেষদিকে এসে আরেকটি জয় পেলেও স্মরণকালে সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটিয়ে দেশে ফিরেছে টিম বাংলাদেশ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের শেষদিকে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে মিষ্টি স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় হারের তিক্ত স্বাদ নিয়ে আসর শেষ করেছে টাইগাররা।

সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ করতে না পারলেও বড় অংকের অর্থ পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছিল যে, প্রতিটি জয়ের জন্য অংশগ্রহণকারী দলগুলো নির্দিষ্ট পরিমাণ অর্থ পুরস্কার পাবে। এছাড়া যারা কোনো ম্যাচ জিততে পারবে না তারাও গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে আর্থিক পুরস্কার পাবে।

আইসিসির ঘোষণা অনুসারে, গ্রুপপর্বে খেলার জন্য এক লাখ মার্কিন ডলার করে পাবে দলগুলো। আর প্রতিটি ম্যাচ জয়ের পুরস্কার হিসেবে পাবে ৪০ হাজার মার্কিন ডলার।

বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ জিতেছে ২টিতে- আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। দুই জয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ পাবে ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার। আর সাথে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে পাবে আরও এক লাখ মার্কিন ডলার।

সবমিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার টাকা)।

ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে আজ (রোববার) সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী চাটার্ড ফ্লাইটটি।