ব্রেকিং নিউজঃ
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ রিপোর্টার
- Update Time : ০৫:১০:০০ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ২৬৭ Time View
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নির্বাপণ করে।
মিরপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে বলে জানান তিনি।