ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দীন
‘বিএনপি-জামায়াত জোটের সহিংসতা বাংলাদেশের অগ্রগতি স্থিতিশীলতার পরিপূরক নয়’
- Update Time : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ২২৩ Time View
বিএনপি-জামায়াত জোটের সহিংসতা বাংলাদেশের অগ্রগতি স্থিতিশীলতার পরিপূরক নয় বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভাপতিমণ্ডলী’র সদস্য, বাসাজো’র উপদেষ্টা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দীন।
আজ ১১ নভেম্বর,শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাংস্কৃতিক জোট (বাসাজো)আয়োজিত বিএনপি-জামায়াত জোট-এর নৈরাজ্য-সহিংসতা-অগ্নি-সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সভা ও র্যালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দীন আরও বলেন, ২০০১-২০০৫ এবং ২০১৪ বিএনপি-জামায়াত জোট-এর সংখ্যালঘু নির্যাতন, পুলিশ পিটিয়ে হত্যা, বাসে-সরকারি স্থাপনায় আগুন ও হামলার পুনরাবৃত্তি ঘটেছে আজকের ২০২৩-এর ২৮শে অক্টোবর থেকে আজ পর্যন্ত। আমরা দেখতে পেলাম, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, রাজারবাগ পুলিশ হাসপাতালে-এম্ব্যুলেন্সে অগ্নিসংযোগ, সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন। বাংলাদেশের স্থিতিশীলতা-অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকার-এর বিকল্প অন্য কোনো দল অথবা নেতৃত্ব গড়ে উঠেনি। তাই জনগণকে আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বজায় রাখতে অধিকতর সচেতন থাকতে হবে। বাসাজো একটি ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে। ওয়ান-ইলেভেন সামরিক সরকার-এর সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মুক্তি আন্দোলনে বাংলাদেশ সাংস্কৃতিক জোট (বাসাজো)-এর আন্দোলন-সংগ্রাম এর কথা ভোলা যায় না। এই জোটটি নিবেদিতভাবে নেত্রী-মুক্তি আন্দোলনে এক অভিস্মরণীয় ভূমিকা পালন করেছে, যার অবদান অনস্বীকার্য”।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঙালি সাংস্কৃতিক বন্ধন-এর সাধারণ সম্পাদক জনাব সাইফুল আজম বাশার, বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বাসাজো’র সাবেক সাধারণ সম্পাদক হামিদুল আলম সখা, শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বাসাজো’র যুগ্ম-আহ্বায়ক কেফায়েত উল্লাহ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম-এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শাহাদাত হোসেন লিটন। হৃদয়ে-৭১ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মামুন যুব সমাজকে আগামী দিনের সহিংস আন্দোলনকে রূখে দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক-সামাজিক উন্নয়ন বিষয়ক অবকাঠামোর ধারাবাহিকতা বজায় রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার জন্য উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে কবি মোশাররফ হোসেন বলেন, “বিএনপি-জামায়াত জোট মুক্তিযুদ্ধের ইতিহাসকে প্রহসনে পরিণত করেছিল। সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ইতিহাসকে গুরুতরভাবে বিকৃত, মিথ্যা, কলংকিত করার গভীর নীল নকশা প্রণয়ন করে ১৯৭৫-এর পর থেকেই জেনারেল জিয়ার মাস্টার প্ল্যানকে আশ্রয়-প্রশ্রয়ে বাস্তবায়নের জন্য গুরু দায়িত্ব বহন করে খালেদা জিয়া ও তারেক জিয়া বাংলাদেশের জনগণকে দ্বিধান্বিত-বিভক্ত করেছে, যার ফলশ্রুতিতে নতুন প্রজন্ম জয় বাংলাকে ভুলে গিয়ে পাকিস্তানী জিন্দাবাদের কালো গহ্বরে প্রবেশ করেছে। আজকে সাংস্কৃতিক কর্মীদের গুরু দায়িত্ব নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরে বাহাত্তর এর সংবিধানকে পূনর্বহাল করার মাধ্যমে বিভেদের রাজনীতির অবসান ঘটিয়ে সমষ্টিগত-পরিপূর্ণ একটি জাতির কাঠামো নিরূপণে যথার্থ ও সঠিক পদক্ষেপ নেয়া”। মানববন্ধন-প্রতিবাদ সভা ও র্যালীতে বাসাজো জোটভুক্ত ৩০টি সংগঠন অংশগ্রহণ করে। সভাপতির সমাপনী বক্তব্য শেষে একটি র্যালী জাতীয় প্রেসক্লাব থেকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।








































































































































































































