উড়ে এসে ধানক্ষেতে পড়লো হিমালয়ান শকুন

- Update Time : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ৩৪০ Time View
লালমনিরহাটের হাতীবান্ধায় বিলুপ্তপ্রায় একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছে একদল কিশোর। শকুনটির ওজন প্রায় ২০-২৫ কেজি। প্রাণীটি দেখতে উৎসুক মানুষ ভিড় করছেন।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া ক্লিনিক পাড়া এলাকা থেকে শকুনটি ধরে এলাকাবাসী। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তার পরামর্শে শকুনটি অবমুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিকেলে শকুনটি হঠাৎ ধানক্ষেতে পড়ে। এক দল কিশোর শকুনটিকে পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখেন।
স্থানীয়দের ধারণা- বিশাল আকৃতির এ হিমালয়ান শকুন শুধুমাত্র ভারতেই দেখা যায়। পথ ভুলে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। অসুস্থ থাকায় বেশ কিছুক্ষণ উড়তে পারেনি শকুনটি।
স্থানীয় রাশেদ হোসেন বলেন, শকুনটি হঠাৎ উড়ে এসে পশ্চিম ফকিরপাড়া ক্লিনিকপাড়া এলাকায় একটি ধানক্ষেতে পড়ে। শকুনটিকে দেখতে পেয়ে কিশোরেরা আটক করে।
অসুস্থতার কারণে শকুনটি উড়তে পারছিল না। একপর্যায়ে ওই গ্রামের সিয়াম ও মোকছেদুল নামের দুই যুবক শকুনটিকে উদ্ধার করে দড়ি দিয়ে বেঁধে রাখেন।
লালমনিরহাটে হাতীবান্ধা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ফসলি মাঠ থেকে কিশোররা শকুনটি উদ্ধার করে আমাদের জানায়। শকুনটি অসুস্থ হওয়ায় আকাশে উড়তে পারছিল না। সুস্থ হওয়ার পর সেটিকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছি।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, বন বিভাগের লোকজনকে জানিয়েছি। তারা শকুনটি উদ্ধার করারের ব্যবস্থা নেবে।