ব্রেকিং নিউজঃ
ঢামেকে নার্সদের পোশাক পরিবর্তন রুমে আগুন

Reporter Name
- Update Time : ০৯:২১:০১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ২৬৪ Time View
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নার্সদের পোশাক পরিবর্তন করার রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছার আগেই উপস্থিত লোক আগুন নিভিয়ে ফেলেন।আজ সোমবার বিকেল ৫টার দিকে হাসপাতালের কেবিন ব্লকের পাশে সার্জারি পেইন বেডের ওয়ার্ড সংলগ্ন বারান্দায় এ ঘটনা ঘটে। এতে আগুন আতঙ্কে অনেক রোগী নিচে নেমে যায়।সেখানে কর্তব্যরত নার্স নাসরিন আক্তার বলেন, ‘ওই রুমটিতে আমরা পোশাক পরিবর্তন করে থাকি। সেখানে অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় মালামাল ও একটি বিছানা রয়েছে। কিভাবে সেখানে ধোঁয়ার সৃষ্টি হয়েছে তা জানা যায়নি।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ৩১০ নম্বর ওয়ার্ডের বারান্দায় নার্সদের ড্রেস চেঞ্জ করার রুমের বাথরুমে পুরাতন কিছু কাপড়ে আগুন লাগে। পরে ওয়ার্ডের লোকজন আগুন নিভিয়ে ফেলে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে।