ব্রেকিং নিউজঃ
মেরাদিয়ায় যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ ১

সাফায়েত হোসেন
- Update Time : ০১:৩১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ২১৯ Time View
নওরোজ ডেস্ক: রাজধানীর মেরাদিয়ায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়েছেন।
রোববার (৫ নভেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি।
দগ্ধ সবুজ মিয়া ও তার স্বজনরা জানান, পরিবার নিয়ে তিনি থাকেন মেরুল বাড্ডা এলাকায়। রমজান পরিবহনের বাসচালক তিনি। সকালে বাসা থেকে বের হয়ে অছিম পরিবহনের বাসে করে তার গন্তব্যে যাচ্ছিলেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরাজী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে স্বজনরা তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সবুজের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে ভর্তি রাখা হয়েছে।