ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ নারীর প্রতি সহিংসতা রোধে শর্টকোড চালুর সিদ্ধান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বাস ট্র্যাকিং সিস্টেম ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের দাবিতে গাজীপুরে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল নোয়াখালীতে নামাজ পড়তে গেলে মসজিদের শৌচাগারে শিশুকে বলৎকার বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামীর যাবজ্জীবন, ১ লাখ টাকা জরিমানা ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত কুবি ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ৭ জন কারাগারে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিট বাণিজ্য

রাজধানীতে তিন মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ২৩৮ Time View

রাজধানীতে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মগবাজার বৈশাখী হোটেলের সামনে থেকে আব্দুল বারেক (৩৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে পল্টন থানার গুলিস্তান এলাকা থেকে এক ব্যক্তির (৫৬) ও অজ্ঞাত (৫০) মহিলার মরদেহ উদ্ধার করা হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে থেকে আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় লোকের মাধ্যমে জানতে পেরেছি দুইজনই ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থ জনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অপরদিকে, মগবাজার বৈশাখী হোটেলের সামনের রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম জানান, নিহতের ভোটার আইডি কার্ড থেকে নাম পরিচয় জানা গেছে। নিহতের নাম আব্দুল বারেক (৩৩)। গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা সফরভাটা গ্রামে।

তিনি মো. শামসুল আলমের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

রাজধানীতে তিন মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
Update Time : ০৬:২৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩

রাজধানীতে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মগবাজার বৈশাখী হোটেলের সামনে থেকে আব্দুল বারেক (৩৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে পল্টন থানার গুলিস্তান এলাকা থেকে এক ব্যক্তির (৫৬) ও অজ্ঞাত (৫০) মহিলার মরদেহ উদ্ধার করা হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে থেকে আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, স্থানীয় লোকের মাধ্যমে জানতে পেরেছি দুইজনই ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থ জনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের নাম পরিচয় শনাক্ত করা যাবে বলেও জানান তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অপরদিকে, মগবাজার বৈশাখী হোটেলের সামনের রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুল ইসলাম জানান, নিহতের ভোটার আইডি কার্ড থেকে নাম পরিচয় জানা গেছে। নিহতের নাম আব্দুল বারেক (৩৩)। গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা সফরভাটা গ্রামে।

তিনি মো. শামসুল আলমের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।