সংসদে আইনমন্ত্রী
ডলার ছাড়াও ব্রিকসের ব্যাংক থেকে মিলবে অন্য মুদ্রায় ঋণ

- Update Time : ০৭:২০:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ১৭৩ Time View
পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হলে ডলার ছাড়াও অন্য মুদ্রায় ঋণ পাওয়া যাবে।
তাই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নামে ব্রিকস-এর ব্যাংকের সদস্য হতে জাতীয় সংসদে পাসের জন্য একটি বিল উপস্থাপন করা হয়েছে। ব্যাংকটি বাংলাদেশকে ঋণের সন্মতি দিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল, ২০২৩ উপস্থাপন করে দেওয়া বক্তব্যে এ কথা জানান আইনমন্ত্রী। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে বিলটি তোলেন আইনমন্ত্রী।
পরে বিলটি পরীক্ষা করে সাতদিনের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ ব্যাংকটি ব্রিকস গোষ্ঠী থেকে করা হচ্ছে। এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং এ ব্যাংকে যারা সদস্য হবেন তারা এ ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন।
আমরা যেটা করছি এ ব্যাংক আইনটা করার সঙ্গে সঙ্গে সেখান থেকে এরই মধ্যে আমদের প্রস্তাব অনুযায়ী তারা আমাদের অর্থাৎ বাংলাদেশকে ঋণ দেওয়ার জন্য প্রস্তুত আছে।
এ আইনটা করার পরই আমরা সেই চুক্তিতে সদস্য হবো এবং সদস্য হওয়ার পরই সেই ঋণটা নিতে পারবো। সেই জন্যই এ আইনটা পাস করা অত্যন্ত জরুরি, সে জন্যই এ বিলটি আনা হয়েছে।
এ ব্যাংক থেকে যে ঋণ দেওয়া হবে সেটা শুধু ডলারে ঋণ দেওয়া হবে না, এটা একটি শিথিলযোগ্য, স্টালিং পাউন্ড, ইউরো, ডলার, রুবল, ইউয়ান যে কোনো কারেন্সিতে ঋণ দিতে পারবে এ ব্যাংকটা। সেই জন্য আমার মনে হয় এটা অত্যাধুনিক একটা ব্যাংক হচ্ছে।
তিনি বলেন, ব্রিকসের দেশগুলো হচ্ছে, ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এ ব্যাংকের যিনি প্রেসিডেন্ট ব্রাজিলের। তিনি আগে ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। এটা বহুজাতিক ব্যাংক, সেই জন্যই এ আইনটা অত্যন্ত প্রয়োজন।
ব্যাংকটির নতুন যাত্রা সঙ্গেই যেন আমরা থাকতে পারি এবং সুবিধাগুলো যেন আমরা পাই। সুবিধা পাওয়ার রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে।