ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে গুরুত্বপূর্ণ স্থাপনায় খেলাধুলা-আড্ডা দেওয়া নিষিদ্ধ

ইবি প্রতিনিধি
  • Update Time : ০৫:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ১২৩ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুরুত্বপূর্ণ ও ধর্মীয়স্থাপনা সমূহের পবিত্রতা রক্ষায় খেলাধুলা ও আড্ডা দেওয়া নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২২ অক্টোবর) রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয়স্থাপনাসমূহ মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল, কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্ত বাংলা, স্মৃতি সৌধ, শেখ রাসেল ম্যুরাল, মুক্তির আহবান, শাশ্বত মুজিব, কেন্দ্রীয় মসজিদ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে পবিত্রতা রক্ষা সহ সার্বিক নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থান সমূহে শিক্ষার্থীদের খেলাধুলা ও আড্ডা না দেওয়ার জন্য আদিষ্ট অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, আরো বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের যেন এ বিষয়ে অবগত করা হয়।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ধর্মীয়স্থাপনার পবিত্রতা রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব। তবে কিছু স্থাপনাসমূহ আমরা মাঝে মাঝে আড্ডা দেই, সেখানে এমন কোন ঘটনা এখনো ঘটেনি যে কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি দিয়ে খেলাধুলা-আড্ডা নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, দ্বাদশ সংসদীয় নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্খিত সহিংসতা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

ইবিতে গুরুত্বপূর্ণ স্থাপনায় খেলাধুলা-আড্ডা দেওয়া নিষিদ্ধ

Update Time : ০৫:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুরুত্বপূর্ণ ও ধর্মীয়স্থাপনা সমূহের পবিত্রতা রক্ষায় খেলাধুলা ও আড্ডা দেওয়া নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২২ অক্টোবর) রেজিস্ট্রার ও সহকারী রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয়স্থাপনাসমূহ মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল, কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্ত বাংলা, স্মৃতি সৌধ, শেখ রাসেল ম্যুরাল, মুক্তির আহবান, শাশ্বত মুজিব, কেন্দ্রীয় মসজিদ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে পবিত্রতা রক্ষা সহ সার্বিক নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থান সমূহে শিক্ষার্থীদের খেলাধুলা ও আড্ডা না দেওয়ার জন্য আদিষ্ট অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, আরো বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের যেন এ বিষয়ে অবগত করা হয়।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ধর্মীয়স্থাপনার পবিত্রতা রক্ষা আমাদের নৈতিক দায়িত্ব। তবে কিছু স্থাপনাসমূহ আমরা মাঝে মাঝে আড্ডা দেই, সেখানে এমন কোন ঘটনা এখনো ঘটেনি যে কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি দিয়ে খেলাধুলা-আড্ডা নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, দ্বাদশ সংসদীয় নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্খিত সহিংসতা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।