ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে রিক্সা চালককে ছিনতাইকারী অপবাদ দিয়ে ছাত্রদল নেতার চাঁদাবাজি আ’লীগের কেউ এনসিপিতে যুক্ত হবার সাহস দেখালে আইনের কাছে সোপর্দ করব বিচারিক সংস্কার এখন নিজেই “সংস্কার” শব্দের প্রতীক হয়ে উঠেছে: প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের নবনিযুক্ত দুই বিচারপতির সাক্ষাৎ  মায়ের সাথে গোসলে নেমে পুকুরে ডুবে ২সন্তানের মৃত্যু আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে জনগণের কাছে ফিরে যেতে চাই: সারজিস আলম বিয়ে বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ

রংপুরে বুক-পেট জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম

কামরুল হাসান টিটু,রংপুর ব‌্যু‌রো।
  • Update Time : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ১৮২ Time View

রংপুরে বুক-পেট জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম দিয়েছেন এক প্রসূতি।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

প্রসূতি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী লাবনী আক্তার (২২)। বর্তমানে দুই নবজাতক ও মা হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে লাবনীর বাবা লাবলু মিয়া জানান, প্রায় ছয় বছর আগে আরিফুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। আরিফুল পেশায় একজন রাজমিস্ত্রি। তাদের পাঁচ বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে।

তিনি আরও জানান, গর্ভবতী হওয়ার পর আলট্রাসনোগ্রামের মাধ্যমে যমজ শিশুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পরে ২ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাবনীকে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১২টার দিকে গাইনি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. সারমিন সুলতানা লাকী অস্ত্রোপচার করেন। জন্মের পর দুই শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

লাবলু মিয়া বলেন, আমি নিজেও একজন দিনমজুর। জামাইয়ের আর্থিক অবস্থা বেশি ভালো না। এ অবস্থায় চিকিৎসক বাচ্চাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

কিন্তু আর্থিক সক্ষমতা না থাকায় তা সম্ভব হয়নি। এ অবস্থায় সরকারি সহযোগিতা কামনা করেন তিনি।

যমজ শিশুর মা লাবনী আক্তার বলেন, আমি আমার সন্তানদের সুচিকিৎসা চাই। আমাদের আর্থিক সক্ষমতা নেই। সরকারি সহায়তায় তাদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাই।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক আনম তানভীর চৌধুরী নোমান বলেন, প্রাথমিকভাবে যমজ দুই শিশুর বুক ও পেট একসঙ্গে লাগা বলে মনে হচ্ছে।

তাদের উন্নত চিকিৎসার প্রয়োজনীয় সাপোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেই। তাদের শ্বাসকষ্ট আছে।

এজন্য নবজাতকদের ঢাকা মেডিকেল কলেজ অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য রেফার করা হয়েছিল।

কিন্তু এ মুহূর্তে তাদের ঢাকা নিয়ে যাওয়ার মতো আর্থিক অবস্থা না থাকায় তারা যেতে পারেননি। মানবিক দিক বিবেচনা করে দুই নবজাতককে শিশু ওয়ার্ডের শেখ রাসেল স্পেশাল কেয়ারনিউবর্ন ইউনিট (স্ক্যানু) বিভাগে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সারমিন সুলতানা লাকী বলেন, অস্ত্রোপচার সফল হলেও যমজ শিশুদের হার্ট ও লিভার একটাই।

এক্ষেত্রে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো প্রয়োজন। এ বিষয়ে হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

রংপুরে বুক-পেট জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম

কামরুল হাসান টিটু,রংপুর ব‌্যু‌রো।
Update Time : ০৬:৫২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

রংপুরে বুক-পেট জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম দিয়েছেন এক প্রসূতি।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

প্রসূতি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী লাবনী আক্তার (২২)। বর্তমানে দুই নবজাতক ও মা হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (৯ অক্টোবর) দুপুরে লাবনীর বাবা লাবলু মিয়া জানান, প্রায় ছয় বছর আগে আরিফুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। আরিফুল পেশায় একজন রাজমিস্ত্রি। তাদের পাঁচ বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে।

তিনি আরও জানান, গর্ভবতী হওয়ার পর আলট্রাসনোগ্রামের মাধ্যমে যমজ শিশুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পরে ২ অক্টোবর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাবনীকে ভর্তি করা হয়। শনিবার দুপুর ১২টার দিকে গাইনি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডা. সারমিন সুলতানা লাকী অস্ত্রোপচার করেন। জন্মের পর দুই শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

লাবলু মিয়া বলেন, আমি নিজেও একজন দিনমজুর। জামাইয়ের আর্থিক অবস্থা বেশি ভালো না। এ অবস্থায় চিকিৎসক বাচ্চাদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

কিন্তু আর্থিক সক্ষমতা না থাকায় তা সম্ভব হয়নি। এ অবস্থায় সরকারি সহযোগিতা কামনা করেন তিনি।

যমজ শিশুর মা লাবনী আক্তার বলেন, আমি আমার সন্তানদের সুচিকিৎসা চাই। আমাদের আর্থিক সক্ষমতা নেই। সরকারি সহায়তায় তাদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাই।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক আনম তানভীর চৌধুরী নোমান বলেন, প্রাথমিকভাবে যমজ দুই শিশুর বুক ও পেট একসঙ্গে লাগা বলে মনে হচ্ছে।

তাদের উন্নত চিকিৎসার প্রয়োজনীয় সাপোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেই। তাদের শ্বাসকষ্ট আছে।

এজন্য নবজাতকদের ঢাকা মেডিকেল কলেজ অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য রেফার করা হয়েছিল।

কিন্তু এ মুহূর্তে তাদের ঢাকা নিয়ে যাওয়ার মতো আর্থিক অবস্থা না থাকায় তারা যেতে পারেননি। মানবিক দিক বিবেচনা করে দুই নবজাতককে শিশু ওয়ার্ডের শেখ রাসেল স্পেশাল কেয়ারনিউবর্ন ইউনিট (স্ক্যানু) বিভাগে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সারমিন সুলতানা লাকী বলেন, অস্ত্রোপচার সফল হলেও যমজ শিশুদের হার্ট ও লিভার একটাই।

এক্ষেত্রে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো প্রয়োজন। এ বিষয়ে হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে।