ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে মাদক কারবারির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
  • / ৪০ Time View

মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগে তাজুল ইসলাম তাজু (৪৫) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার ৯ অক্টোবর দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় দেন। তাজুল ইসলাম মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেনের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য জানান, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর দুপুরে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বাড়ির সামনে থেকে তাজুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

মেহেরপুরে মাদক কারবারির যাবজ্জীবন

Update Time : ০৬:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩

মেহেরপুরে হেরোইন রাখার অভিযোগে তাজুল ইসলাম তাজু (৪৫) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার ৯ অক্টোবর দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় দেন। তাজুল ইসলাম মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এমদাদ হোসেনের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য জানান, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর দুপুরে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বাড়ির সামনে থেকে তাজুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।