ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

২০ বছর পর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৪:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • / ৬৫ Time View

চট্টগ্রামের ফটিকছড়িতে হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলম ওরফে ইকবালকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৭ অক্টোবর) ফটিকছড়ি থানার জুনিঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি টিম। গ্রেফতার ইকবাল ফটিকছড়ি থানার পাইন্দং গ্রামের আলী আহম্মেদ ভুলুর ছেলে।

রোববার (৮ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানিয়েছে, ২০০৩ সালের ৩১ মে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কোরবান আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর আত্মগোপনে চলে যায় হামলাকারী খোরশেদ আলম ওরফে ইকবাল।

পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির অনুপস্থিতিতে আদালত খোরশেদ আলম ওরফে ইকবালকে আমৃত্যু কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সর্বশেষ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির জুনিঘাটা এলাকা থেকে আসামি খোরশেদ আলম ইকবালকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘ ২০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

২০ বছর পর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

Update Time : ০৪:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়িতে হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদ আলম ওরফে ইকবালকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৭ অক্টোবর) ফটিকছড়ি থানার জুনিঘাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭ এর একটি টিম। গ্রেফতার ইকবাল ফটিকছড়ি থানার পাইন্দং গ্রামের আলী আহম্মেদ ভুলুর ছেলে।

রোববার (৮ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানিয়েছে, ২০০৩ সালের ৩১ মে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কোরবান আলীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর আত্মগোপনে চলে যায় হামলাকারী খোরশেদ আলম ওরফে ইকবাল।

পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামির অনুপস্থিতিতে আদালত খোরশেদ আলম ওরফে ইকবালকে আমৃত্যু কারাদণ্ড, ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সর্বশেষ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ির জুনিঘাটা এলাকা থেকে আসামি খোরশেদ আলম ইকবালকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘ ২০ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।