আত্মঘাতী গোলে জয় নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

- Update Time : ০৬:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ২১৮ Time View
পিছিয়ে পড়েও অসাধারণভাবে ম্যাচে ফিরে এসেছে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, শেষ মুহূর্তে ন্যাপোলির ভুলেই তাদের মাঠ থেকে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে নেপলসের দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো স্বাগতিক ন্যাপোলি এবং স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছে দুই দল। তবে শেষ পর্যন্ত দুর্ভাগ্যের শিকার হতে হয়েছে ন্যাপোলিকেই।
ম্যাচের ৭৮তম মিনিটে ন্যাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেট ভুলে নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। যার ফলে ৩-২ গোলের জয় পেয়ে যায় রিয়াল মাদ্রিদ।
অথচ ম্যাচে দুই দলের লড়াই ছিল প্রায় সমান সমান। ফিফটি-ফিফটি বলের দখল ছিল ন্যাপোলি এবং রিয়ালের। ন্যাপোলি গোলে শট নিয়েছিলো ৭টি, রিয়াল ৫টি।
দুই দলেরই গোল করার প্রচেষ্টা ছিল সমান ১৮টি করে। কিন্তু দিন শেষে পূর্ণ ৩ পয়েন্টের মালিক রিয়াল মাদ্রিদ।
লড়াই যেমন ছিল সমান সমান, তেমনি গোলও ছিল সমান ২-২ করে। আত্মঘাতী গোল না হলে হয়তো ওই ২-২ গোলের সমতাতেই শেষ হতো ম্যাচটি।
অথচ, ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েছিলো রিয়াল। ১৯তম মিনিটে রিয়ালের জালে বল জড়িয়ে ন্যাপোলিকে এগিয়ে দেন লিও ওস্তিগার্ড। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রিয়াল মাদ্রিদ। খুব বেশি সময় লাগেনি।
২৭তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক গোলে সমতায় ফিরে আসে লজ ব্লাঙ্কোজরা। কোনাকুনি এক শটে ন্যাপোলির জালে বল জড়ান তিনি।
৩৪ মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। ইংলিশ তারকা জুদ বেলিংহ্যামের দুর্দান্ত এক গোলে ২-১ ব্যবধান তৈরি করে নেয় রিয়াল মাদ্রিদ। তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ দক্ষতায় গোলটি করলেন তিনি।
তবে ৫৪তম মিনিটে সমতায় ফিরে আসে ন্যাপোলি। এ সময় তারা পেনাল্টি পেয়ে যায়। স্পট কিক নেন পিওতর জেলিনস্কি। ৭৮ মিনিটে তো আত্মঘাতী গোলই করলেন ন্যাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেট।
এই জয়ে ‘সি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ন্যাপোলি। এফসি ব্রাগার পয়েন্টও ৩।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়