বিদেশ পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তিনি

- Update Time : ০৫:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৪১ Time View
বিদেশ পাঠানোর নামে প্রতারণা করে বিভিন্ন জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ফরিদুল আলম শিকদার (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার ফরিদুল আলম কক্সবাজার জেলার পেকুয়া থানার হাজীরঘোনা এলাকার মোজাফফর আহমেদ শিকদারের ছেলে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম।
তিনি বলেন, মের্সাস আকবর ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সি কম খরচে সার্বিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, জর্ডানে জরুরিভাবে দক্ষ গার্মেন্টস শ্রমিক নেওয়া হচ্ছে উল্লেখ করে লিফলেট বিতরণ করে।
এসব লিফলেট দেখে গার্মেন্টসকর্মীরা প্রলুব্ধ হয়ে প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করে। চক্রটি সাধারণ গার্মেন্টসকর্মীদের বিদেশ প্রেরণের নাম করে ভুয়া মেডিকেল পরীক্ষা করিয়ে তাদের পাসপোর্ট জিম্মি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে।
পরে নির্ধারিত অফিস স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে প্রতারক চক্রের সদস্যরা আত্মগোপন করে। চক্রটির মূলহোতা ফরিদুল আলম।
এ র্যাব কর্মকর্তা বলেন, গ্রেফতারের পর ফরিদ স্বীকার করেছেন, বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে প্রায় ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন।