ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা অ্যাকশনে নেমেছেন সিলেটের নতুন ডিসি মো. সারওয়ার আলম সম্পত্তির জন‍্য পিতাকে কোপালো দুই ছেলে মহাদেবপুরে ধর্ষককে ছেড়ে দিয়ে নির্যাতিতাকে তালাক দেওয়ালেন মাতব্বররা নোয়াখালীতে জামায়াতের ৭ নেতাকর্মি হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে জেলেনস্কি পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূলহোতা গ্রেপ্তার আওয়ামী লীগের বটবাহিনী আমার সকল আত্মীয়-স্বজনদের টার্গেট করেছে : প্রেস সচিব প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে : তারেক রহমান শরীর ধীরে ধীরে ভারসাম্য হারাতে শুরু করেছে : অমিতাভ বচ্চন
এশিয়ান গেমস নারী ফুটবল

ভিয়েতনামের কাছেও বড় হার সাবিনাদের

নওরোজ স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৬:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৩২ Time View

জাপান ও ভিয়েতনাম দল দুটি নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু। চীন যাওয়ার আগে দেশের অভিজ্ঞ এই কোচ বলেছিলেন, ‘সর্বশেষ বিশ্বকাপে খেলা দল দুটি আমাদের গ্রুপে পড়েছে। আমাদের চেষ্টা থাকবে যত কম গোলে হারা যায়।’

প্রতিপক্ষ যখন অনেক বেশি শক্তিশালী, তখন চাইলে বা চেষ্টা করলেই তাদের সঙ্গে লড়াই করা যায় না। প্রথম ম্যাচে জাপান ৮ গোল দিয়ে সেটা প্রমাণ করেছে। আজ (সোমবার) দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামও কম যায়নি। তারাও বাংলাদেশের জালে দিয়েছে ৬ গোল।

শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে ফলাফল ৬-১। দুই ম্যাচে ১৪ গোল খেয়ে সাবিনারা বুঝতে পারছেন, দক্ষিণ এশিয়ায় ছড়ি ঘুরালেও এশিয়ার ফুটবলে কতটা পিছিয়ে তারা।

ভিয়েতনাম প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল ২-০ গোলে। বাংলাদেশের জালে প্রথমার্ধে ২ গোল দিয়ে বিরতিতে গিয়েছিল তারা। ভাবা হয়েছিল, গোলের সংখ্যা হয়তো বেশি বাড়াতে পারবে না ভিয়েতনাম। তবে দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী ফুটবল খেলে তারা ৪ গোল দিয়েছে।

দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ভিয়েতনাম। আর দুই ম্যাচ হেরে বাংলাদেশ বিদায় নিয়েছে। বাংলাদেশ যে ম্যাচে চোখ রেখে চীন গেছে সেই নেপালের বিপক্ষে খেলা ২৮ সেপ্টেম্বর।

সাবিনাদের সব মনোযোগ এই ম্যাচ ঘিরে। প্রথম দুই ম্যাচের ফলাফলের চেয়ে খেলার অভিজ্ঞতাটাই বড় বাংলাদেশের জন্য। নেপালকে হারাতে পারলেই বাংলাদেশের লক্ষ্য পূরণ হবে।

ভিয়েতনাম বাংলাদেশের জালে প্রথম গোল দেয় পঞ্চম মিনিটে। এরপর ৩৪ মিনিটের দেওয়া গোলে ব্যবধান বাড়ায়। বিরতির পর ৬৫,৭১, ৭৮, ৮০ মিনিটে গোল করে তারা। বাংলাদেশ ব্যবধান ৬-১ করে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে মাসুরা পারভীনের গোলে।

Please Share This Post in Your Social Media

এশিয়ান গেমস নারী ফুটবল

ভিয়েতনামের কাছেও বড় হার সাবিনাদের

নওরোজ স্পোর্টস ডেস্ক
Update Time : ০৬:৩৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

জাপান ও ভিয়েতনাম দল দুটি নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু। চীন যাওয়ার আগে দেশের অভিজ্ঞ এই কোচ বলেছিলেন, ‘সর্বশেষ বিশ্বকাপে খেলা দল দুটি আমাদের গ্রুপে পড়েছে। আমাদের চেষ্টা থাকবে যত কম গোলে হারা যায়।’

প্রতিপক্ষ যখন অনেক বেশি শক্তিশালী, তখন চাইলে বা চেষ্টা করলেই তাদের সঙ্গে লড়াই করা যায় না। প্রথম ম্যাচে জাপান ৮ গোল দিয়ে সেটা প্রমাণ করেছে। আজ (সোমবার) দ্বিতীয় ম্যাচে ভিয়েতনামও কম যায়নি। তারাও বাংলাদেশের জালে দিয়েছে ৬ গোল।

শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে ফলাফল ৬-১। দুই ম্যাচে ১৪ গোল খেয়ে সাবিনারা বুঝতে পারছেন, দক্ষিণ এশিয়ায় ছড়ি ঘুরালেও এশিয়ার ফুটবলে কতটা পিছিয়ে তারা।

ভিয়েতনাম প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছিল ২-০ গোলে। বাংলাদেশের জালে প্রথমার্ধে ২ গোল দিয়ে বিরতিতে গিয়েছিল তারা। ভাবা হয়েছিল, গোলের সংখ্যা হয়তো বেশি বাড়াতে পারবে না ভিয়েতনাম। তবে দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী ফুটবল খেলে তারা ৪ গোল দিয়েছে।

দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ভিয়েতনাম। আর দুই ম্যাচ হেরে বাংলাদেশ বিদায় নিয়েছে। বাংলাদেশ যে ম্যাচে চোখ রেখে চীন গেছে সেই নেপালের বিপক্ষে খেলা ২৮ সেপ্টেম্বর।

সাবিনাদের সব মনোযোগ এই ম্যাচ ঘিরে। প্রথম দুই ম্যাচের ফলাফলের চেয়ে খেলার অভিজ্ঞতাটাই বড় বাংলাদেশের জন্য। নেপালকে হারাতে পারলেই বাংলাদেশের লক্ষ্য পূরণ হবে।

ভিয়েতনাম বাংলাদেশের জালে প্রথম গোল দেয় পঞ্চম মিনিটে। এরপর ৩৪ মিনিটের দেওয়া গোলে ব্যবধান বাড়ায়। বিরতির পর ৬৫,৭১, ৭৮, ৮০ মিনিটে গোল করে তারা। বাংলাদেশ ব্যবধান ৬-১ করে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে মাসুরা পারভীনের গোলে।