মিয়ামির বড় জয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়লেন মেসি

- Update Time : ০৮:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৮ Time View
প্রায় দুই সপ্তাহ পর মাঠে ফিরলেন লিওনেল মেসি, কিন্তু খেলতে পারলেন না ম্যাচের হাফটাইম পর্যন্তও।
যুক্তরাষ্ট্রের সকার লিগে আজ (বৃহস্পতিবার) টরন্টোর বিপক্ষে ম্যাচে পায়ের চোটে প্রথমার্ধের ৩৭ মিনিটে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
মেসির আগে চোটে পড়ে মাঠ ছাড়েন তার আরেক সতীর্থ জর্দি আলবাও। মেসি-আলবার চোটের ম্যাচে অবশ্য বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি।
রবার্তো টেইলরের জোড়া গোলে টরন্টোকে ৪-০ গোলে হারিয়েছে তারা। বাকি দুই গোল করেন ফাকোন্দো ফ্যারিয়াস এবং বেঞ্জামিন ক্রেমাসি।
মিয়ামির কোচ জেরার্ডো মার্টিনো ম্যাচের পর জানিয়েছেন, মেসি এবং আলবা দুজনের অবস্থাই সামনের দিনগুলোতে পর্যবেক্ষণ করা হবে।
তারা রোববার অরলান্ডো সিটির বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। তবে আগামী বুধবার ইউএস ওপেন কাপ ফাইনালে হস্টন ডায়নামোর বিপক্ষে তাদের পাওয়ার আশা করছেন মিয়ামি কোচ।
মার্টিনো বলেন, ‘তাদের রোববার খেলার কোনো সম্ভাবনা নেই। আমাদের সামনে ফাইনাল আছে। তাই খেলতে না পারলে তাদের মাঠের সামনেও আসার দরকার নেই।
মেসি এবং আলবা কেউই আজকের ম্যাচে বড় চ্যালেঞ্জের মুখে পড়েননি, তাদের খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়নি। তবে দুজনেরই অস্বস্তি ছিল।
ফলে বোঝা যাচ্ছে, চোট হয়তো তেমন বড় নয়, কেবল ঝুঁকি এড়াতেই তাদের উঠিয়ে নিয়েছেন মার্টিনো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়