ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বর্তমান সময়ে সুষ্ঠ নির্বাচনের কথা কল্পনাও করা যায় না – জামায়াত আমির ৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয়

হবিগঞ্জে স্কুলছাত্রী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৬:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৭৬ Time View

ছবিঃ- সংগৃহীত

হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্রী মদিনাতুল কোবরা জেরিন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সুদীপ্ত দাস এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার দিদার হোসেনের ছেলে জাকির হোসেন ও পাটলী গ্রামের আব্দুল হাইর ছেলে নূর হোসেন। রায় ঘোষণার সময় জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেন। এ নিয়ে নালিশ জানানো হয়।

এর জের ধরেই ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে রিচি উচ্চ বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের চেষ্টা চালায় জাকির।

সিএনজিচালিত অটোরিকশায় ধস্তাধস্তির একপর্যায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত হয় জেরিন। পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় জেরিন মারা যায়।

ওইদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা আব্দুল হাই। এ ঘটনায় নূর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অটোরিকশা থেকে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় জেরিনকে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের তৎকালীন ওসি মাসুক আলী আসামি নূর হোসেন ও জাকিরের নামে অভিযোগপত্র দাখিল করেন।

২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক অপহরণের অপরাধে উভয় আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা এবং হত্যার দায়ে উভয়কে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

Please Share This Post in Your Social Media

হবিগঞ্জে স্কুলছাত্রী হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
Update Time : ০৬:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্রী মদিনাতুল কোবরা জেরিন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সুদীপ্ত দাস এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার দিদার হোসেনের ছেলে জাকির হোসেন ও পাটলী গ্রামের আব্দুল হাইর ছেলে নূর হোসেন। রায় ঘোষণার সময় জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন একই গ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেন। এ নিয়ে নালিশ জানানো হয়।

এর জের ধরেই ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে রিচি উচ্চ বিদ্যালয়ে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের চেষ্টা চালায় জাকির।

সিএনজিচালিত অটোরিকশায় ধস্তাধস্তির একপর্যায়ে গাড়ি থেকে ফেলে দিলে গুরুতর আহত হয় জেরিন। পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় জেরিন মারা যায়।

ওইদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা আব্দুল হাই। এ ঘটনায় নূর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অটোরিকশা থেকে ফেলে পরিকল্পিতভাবে হত্যা করা হয় জেরিনকে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের তৎকালীন ওসি মাসুক আলী আসামি নূর হোসেন ও জাকিরের নামে অভিযোগপত্র দাখিল করেন।

২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক অপহরণের অপরাধে উভয় আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা এবং হত্যার দায়ে উভয়কে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।