কিশোরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারভিযান ও বালিকা প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

- Update Time : ০৭:৩৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ২৩৯ Time View
“আমার গ্রাম আমার দায়িত্ব,শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারভিযান ও বালিকা প্রীতি ফুটবল প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রণচন্ডী ইউনিয়ন পরিষদের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় রণচন্ডী স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, এছাড়াও আরো উপস্থিত ছিলেন, রনচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, সোনাকুড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনজুমা বেগম, কিশোরগঞ্জ এপি ওয়াল পেছনের স্পন্সরশীপ ও সিটি অফিসার সঞ্জয় মল্লিক, জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, ফ্যাসিলেটেটর শফিকুল ইসলাম,গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি রাজু আহমেদ প্রমূখ।
উল্লেখ্য, খেলায় রনচন্ডী স্কুল এন্ড কলেজ ১-০ গোলে সোনাকুড়ি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়