ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

এক টুপির দাম কোটি টাকা!

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ২৪২ Time View

পপ সম্রাট মাইকেল জ্যাকসন মারা গেছেন অনেক বছর। তবে নাচে-গানে এখনো তিনি বিনোদনপ্রেমীদের হৃদয়ে গেঁথে রয়েছেন।

গান গেয়ে শ্রোতাদের যেভাবে তিনি মাতিয়ে রাখতেন, একইভাবে নাচেও মুগ্ধ করতেন দর্শকদের। পপ জগতের এই কিংবদন্তির নাচের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাচ ‘মুনওয়াক’।

এই মুনওয়াক বা সামনে হাঁটার ভঙ্গি করে পেছনের দিকে যাওয়ার বিশেষ নাচটি প্রথমবার করার সময় জ্যাকসন একটি যে কালো রঙের হ্যাট (টুপি) পরেছিলেন।

চার দশক পরে সেই টুপি নিলামে উঠতে যাচ্ছে। নিলামে টুপিটির দাম ধরা হয়েছে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লাখ থেকে ১ কোটি ১৮ লাখ টাকা। খবর এএফপির।

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় ওই টুপিটি পরেছিলেন বিনোদন জগতের এই পপ সুপারস্টার।

কনসার্টটি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। জ্যাকসন তখন খ্যাতির চূড়ায়। কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের একপর্যায়ে ‘মুনওয়াক’ নাচ শুরু করেন জ্যাকসন। ওই সময় মঞ্চের পাশে টুপিটি ফেলে দিয়েছিলেন তিনি।

এই নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। প্যারিসের হোটেল ড্রুট-এ অনুষ্ঠিত এই নিলামে মাইকেল জ্যাকসনের টুপিটি ছাড়াও তোলা হবে সংগীত জগতের প্রায় ২০০ স্মারক।

আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে আয়োজিত ওই নিলামে মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের স্যুট ও মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও তোলা হবে।

Please Share This Post in Your Social Media

এক টুপির দাম কোটি টাকা!

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

পপ সম্রাট মাইকেল জ্যাকসন মারা গেছেন অনেক বছর। তবে নাচে-গানে এখনো তিনি বিনোদনপ্রেমীদের হৃদয়ে গেঁথে রয়েছেন।

গান গেয়ে শ্রোতাদের যেভাবে তিনি মাতিয়ে রাখতেন, একইভাবে নাচেও মুগ্ধ করতেন দর্শকদের। পপ জগতের এই কিংবদন্তির নাচের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাচ ‘মুনওয়াক’।

এই মুনওয়াক বা সামনে হাঁটার ভঙ্গি করে পেছনের দিকে যাওয়ার বিশেষ নাচটি প্রথমবার করার সময় জ্যাকসন একটি যে কালো রঙের হ্যাট (টুপি) পরেছিলেন।

চার দশক পরে সেই টুপি নিলামে উঠতে যাচ্ছে। নিলামে টুপিটির দাম ধরা হয়েছে ৬০ হাজার থেকে ১ লাখ ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লাখ থেকে ১ কোটি ১৮ লাখ টাকা। খবর এএফপির।

১৯৮৩ সালে মোটাউন কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের সময় ওই টুপিটি পরেছিলেন বিনোদন জগতের এই পপ সুপারস্টার।

কনসার্টটি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছিল। জ্যাকসন তখন খ্যাতির চূড়ায়। কনসার্টে ‘বিলি জিন’ গানটি পরিবেশনের একপর্যায়ে ‘মুনওয়াক’ নাচ শুরু করেন জ্যাকসন। ওই সময় মঞ্চের পাশে টুপিটি ফেলে দিয়েছিলেন তিনি।

এই নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর। প্যারিসের হোটেল ড্রুট-এ অনুষ্ঠিত এই নিলামে মাইকেল জ্যাকসনের টুপিটি ছাড়াও তোলা হবে সংগীত জগতের প্রায় ২০০ স্মারক।

আর্টপেজেস ও লেমন অকশনের উদ্যোগে আয়োজিত ওই নিলামে মার্কিন সংগীতশিল্পী টি বোন ওয়াকারের গিটার, ব্রিটিশ সংগীতশিল্পী মার্টিন গোরের স্যুট ও মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার একটি স্বর্ণপদকও তোলা হবে।