ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে কুবির এক শিক্ষক ও এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ সেনা কর্মকর্তা সেজে প্রতারণা, ভুয়া ‘মেজর’ আটক মগবাজারে আবাসিক হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু

রাজধানীতে ১০ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

শরিফুল হক পাভেল
  • Update Time : ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪১১ Time View

রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারী এলাকা থেকে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- রমজান (৩৬), সাফায়েত হোসেন (২৩), জীবন হোসেন (২৩), সুমন (৪২), ফারুক হোসেন (৪১), হাবিবুর রহমান (৩৫), তামজিদ হোসেন রবিন (৩০), ফজলুর রহমান রানা (৩৩), মোস্তফা কামাল হাসান (৩৫) ও শফিক (৩৬)।

বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুরে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর গেন্ডারিয়া থানাধীন সুইপার কলোনি এলাকায় ও ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় তিনটি পৃথক অভিযান চালানো হয়।

এসময় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে চাঁদার নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে গেন্ডারিয়া ও ওয়ারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

রাজধানীতে ১০ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

শরিফুল হক পাভেল
Update Time : ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারী এলাকা থেকে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- রমজান (৩৬), সাফায়েত হোসেন (২৩), জীবন হোসেন (২৩), সুমন (৪২), ফারুক হোসেন (৪১), হাবিবুর রহমান (৩৫), তামজিদ হোসেন রবিন (৩০), ফজলুর রহমান রানা (৩৩), মোস্তফা কামাল হাসান (৩৫) ও শফিক (৩৬)।

বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুরে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর গেন্ডারিয়া থানাধীন সুইপার কলোনি এলাকায় ও ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় তিনটি পৃথক অভিযান চালানো হয়।

এসময় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে চাঁদার নগদ ১১ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি বলেন, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে গেন্ডারিয়া ও ওয়ারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।