ব্রেকিং নিউজঃ
ব্রহ্মপুত্র নদে ভেসে এলো তরুণীর মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি
- Update Time : ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ২১৭ Time View
ময়মনসিংহ গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (৩০) মরদেহ উদ্ধার করছে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাগলা থানার টাংগাব ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাগলা থানার পরিদর্শক (তদন্ত) সজীব রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্রহ্মপুত্র নদে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।
পরিদর্শক সজীব রহমান বলেন, মরদেহের পরিচয় জানার চেষ্টা চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।