সালমান-সোমিকে হাতেনাতে ধরে ফেলে সংগীতা, ভেঙে যায় বিয়ে

- Update Time : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৭ Time View
ক্যারিয়ারে একের পর এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে বলিউড ভাইজান সালমান খানের। কখনো ঐশ্বরিয়া তো কখনো ক্যাটরিনা, সালমান প্রেম করেছেন অনেকেরই সঙ্গেই।
কিন্তু বিয়েটাই এখনো করেননি। সালমানের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল অভিনেত্রী সোমি আলির।
সেই সম্পর্ক বিচ্ছেদের পর এক সময় অভিনেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন তিনি। এবার সালমানকে নিয়ে আরও এক বোমা ফাটালেন সোমি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ফাঁস করলেন কীভাবে বিয়ের কার্ড ছাপানোর পরেও এক মাস আগে ভেঙে যায় সালমান ও তার আরেক প্রাক্তন সংগীতা বিজলানির বিয়ে।
সোমি বলেন, সংগীতা বিজলানিকে প্রায় বিয়ে করেই ফেলেছিলেন সালমান খান। কিন্তু একটি বিশেষ কারণে ভেঙে যায় সেই বিয়ে।
সোমির দাবি, সালমান সেই সময় সংগীতাকে ঠকিয়ে ছিলেন আর সংগীতা সালমানের সেই প্রতারণা হাতে নাতে ধরে ফেলেছিলেন।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সংগীতা ও সালমানের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, কিন্তু আমার অ্যাপার্টমেন্টে সালমানকে হাতেনাতে ধরে ফেলেন সংগীতা।
সালমান সংগীতার সঙ্গে যা করেছে, আমার সঙ্গেও তাই হয়েছে। একেই বলা হয় কর্মফল, যখন আমি একটু বড় হই, তখন আমি এটি বুঝতে পারি’ নিজের ভুলের কথা স্বীকার করেন সোমি।
সোমি আরও জানান, সালমানের প্রতি তার ক্রাশ ছিল এবং বলিউডে ভাগ্য পরীক্ষা করার পাশাপাশি অভিনেতাকে বিয়ে করার জন্য মুম্বাই এসেছিলেন তিনি।
কিন্তু ‘ভালবাসা ও যত্ন’ দেখানোর অজুহাতে সালমান তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন।
শোনা যায়, নব্বইয়ের দশকে সালমান ও সোমির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যদিও জনসমক্ষে তাদের সম্পর্ক খুব অল্প সময়ের জন্য ছিল। তবে সোমি প্রায়ই বলেন, আট বছর ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়