তেঁতুলিয়ায় কৃষকের ধান ঘরে তুলে দিল কৃষকলীগ

- Update Time : ০৭:২৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩
- / ১৯১ Time View
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ে তেঁতুলিয়ায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে দিল কৃষক লীগ অসহায় এক কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন তেতুলিয়ায় সদর উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মঙ্গলবার (২ মে ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেতুলিয়া আজিজ নগর গ্রামের কৃষক মকবুল হোসেনের ক্ষেতের ধান কেটে দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন ও পঞ্চগড় জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম তেতুলিয়া উপজেলা কৃষক লীগের সদস্য সচিব কবির হোসেন, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম মোল্লাহ, তেতুলিয়া যুব লীগের নেতা রেজাউল করিম বিপ্লব,তেতুলিয়া শ্রমিক লীগের আহব্বায়ক আবু আশরাব বাবু, দেবনগর উপজেলা কৃষক লীগের , সভাপতি ও ইউপি চেয়ারম্যান সোলেমান আলী, বাংলাবান্ধা কৃষক লীগের সিনিয়র সভাপতি ; শাহাজাহান সিরাজ, ছাত্র লীগের নেতা ; মোবারক হোসেন,তেতুলিয়া সেচ্ছাসেবক লীগের নেতা হারুন অর রশিদ, তেতুলিয়া সদর কৃষক লীগের সাধারন সম্পাদক আতিয়ার রহমান তারা প্রমুখ।
কৃষক মকবুল হোসেন বলেন, ‘শ্রমিক সংকট, শ্রমিকের মজুরি বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়ি। কৃষক লীগ এ সময় পাশে এসে দাঁড়ানোয় আমি উপকৃত হয়েছি। এ কারণে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষক লীগের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ।’
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সদস্য এবং কৃষক লীগের কেন্দ্রীয় সহ সভাপতিি আব্দুল লতিফ তারিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র, সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশনায় অসহায় কৃষকদের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়