ডা. সাবিরা হত্যা মামলার প্রতিবেদন দাখিল পেছালো

- Update Time : ০৫:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮১ Time View
রাজধানীর কলাবাগানে চিকিৎসক সাবিরা রহমান লিপি নিহতের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
রোববার (১০ সেপ্টেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মো. জুয়েল মিঞা প্রতিবেদন দাখিল করেননি।
এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩০ মে সকালে রাজধানীর কলাবাগানের প্রথম লেনের তৃতীয় তলার ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে চিকিৎসক কাজী সাবিরা রহমান ওরফে লিপির রক্তাক্ত ও দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১ জুন সাবিরার ফুপাতো ভাই রেজাউল হাসান মজুমদার কলাবাগান থানায় হত্যা মামলা করেন।
জানা যায়, ডা. সাবিরা যে ফ্ল্যাটে থাকতেন, সেটিতে তিনটি কক্ষ। একটি কক্ষে সাবিরা, বাকি দুটি কক্ষে দুই তরুণী থাকতেন।
সাবিরার পাশের কক্ষে থাকা কানিজ সুবর্ণা মডেলিং করেন। আরেকটি কক্ষে যে তরুণী থাকেন, তিনি ঘটনার আগেই বাড়ি গিয়ে আর ফেরেননি। ওই তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) পড়েন।
এ দুজনকে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ডা. সাবিরার স্বামী এ কে এম সামছুদ্দিন আজাদকে গ্রেফতার করে পিবিআই।