ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ

আরও বাড়ল ডলারের দাম

Reporter Name
  • Update Time : ০২:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
  • / ২০৪ Time View

দেশে ডলারের সংকট কাটিয়ে উঠতে এবং প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করার জন্য আরেক দফা উদ্যোগ নেয়া হয়েছে। এক টাকা বাড়িয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ডলারের বিনিময়মূল্য করা হয়েছে ১০৮ টাকা। একই সঙ্গে রফতানির পালে আরও জোরে হাওয়া লাগাতে রফতানি আয়ে ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এক মাসের ব্যবধানে ডলার ও টাকার বিনিময়মূল্যে এই পরিবর্তন হলো।

রোববার (৩০ এপ্রিল) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, রফতানি ও প্রবাসী আয়ে ডলারের নতুন দাম মঙ্গলবার (২ মে) থেকে কার্যকর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফেদা মহাসচিব আবুল হাশেম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে রফতানি আয় ও প্রবাসী আয়ে ডলারের দাম ১ টাকা বাড়ানো হয়েছে। এতে এখন থেকে প্রবাসী আয়ে ডলারের দাম হবে ১০৮ টাকা, যা এতদিন ছিল ১০৭ টাকা।

এছাড়া রফতানিকারকরা এখন থেকে প্রতি ডলারের দাম পাবেন ১০৬ টাকা। এতদিন রফতানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পেতেন ১০৫ টাকা। সবশেষ গত মাসের ৩১ মার্চ ডলারের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করে এবিবি ও বাফেদা।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে তৈরি হওয়া ডলারের সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দিত বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি হলে গত বছরের সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদাকে। এরপর থেকে সংগঠন দুটি যৌথভাবে ডলারের দাম নির্ধারণ করছে।

Please Share This Post in Your Social Media

আরও বাড়ল ডলারের দাম

Reporter Name
Update Time : ০২:২৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

দেশে ডলারের সংকট কাটিয়ে উঠতে এবং প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করার জন্য আরেক দফা উদ্যোগ নেয়া হয়েছে। এক টাকা বাড়িয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ডলারের বিনিময়মূল্য করা হয়েছে ১০৮ টাকা। একই সঙ্গে রফতানির পালে আরও জোরে হাওয়া লাগাতে রফতানি আয়ে ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এক মাসের ব্যবধানে ডলার ও টাকার বিনিময়মূল্যে এই পরিবর্তন হলো।

রোববার (৩০ এপ্রিল) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) আয়োজিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, রফতানি ও প্রবাসী আয়ে ডলারের নতুন দাম মঙ্গলবার (২ মে) থেকে কার্যকর করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফেদা মহাসচিব আবুল হাশেম।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন করে রফতানি আয় ও প্রবাসী আয়ে ডলারের দাম ১ টাকা বাড়ানো হয়েছে। এতে এখন থেকে প্রবাসী আয়ে ডলারের দাম হবে ১০৮ টাকা, যা এতদিন ছিল ১০৭ টাকা।

এছাড়া রফতানিকারকরা এখন থেকে প্রতি ডলারের দাম পাবেন ১০৬ টাকা। এতদিন রফতানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পেতেন ১০৫ টাকা। সবশেষ গত মাসের ৩১ মার্চ ডলারের দাম ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করে এবিবি ও বাফেদা।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে তৈরি হওয়া ডলারের সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দিত বাংলাদেশ ব্যাংক। এতে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টি হলে গত বছরের সেপ্টেম্বরে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব দেয়া হয় এবিবি ও বাফেদাকে। এরপর থেকে সংগঠন দুটি যৌথভাবে ডলারের দাম নির্ধারণ করছে।