চটেছেন বর্ষা, দিয়েছেন মামলার হুমকি!

- Update Time : ০৬:১৪:১২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ২৩০ Time View
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বর্ষা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে থিতু হয়েছেন সিনেমায়। পুরো নাম আফিয়া নুসরাত বর্ষা হলেও বর্ষা নামেই বেশ পরিচিত তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ষা বেশ সরব। নিজের বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন নেটিজেনদের সঙ্গে। বিদেশ ভ্রমণের ছবি থেকে শুরু করে, স্বামী-সন্তানের ছবিও শেয়ার করেন বর্ষা। নায়িকা বর্ষা এবার বেশ চটেছেন। শুধু তা-ই নয়, দিয়েছেন মামলার হুমকিও। নিজের ফেসবুকে পোস্ট করে বিষয়টি জানিয়েছেন বর্ষা।
৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩৬ মিনিটে দেয়া পোস্টে ঢালিউডের এ সুন্দরী লিখেছেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে আমি সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব।’
বর্ষা আরও লেখেন, ‘এটা নিয়ে অলরেডি আমার ল-ইয়ার কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ, সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’ বর্ষা অভিনীত প্রথম সিনেমা ‘খোঁজ: দ্য সার্চ’। ২০১০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
এরপর ৭টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে বর্ষা অভিনীত সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়