৯০ দিনের জন্য শুল্ক বিরতিতে রাজি যুক্তরাষ্ট্র-চীন

- Update Time : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ৮ Time View
যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক পণ্যের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য কমাতে সম্মত হয়েছে, যা তাদের বাণিজ্যযুদ্ধের উত্তেজনা প্রশমনের একটি বড় পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। খবর বিবিসির।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, উভয় দেশ আগামী বুধবার থেকে ১১৫ শতাংশ হারে শুল্ক কমাবে। চীনের কর্মকর্তাদের সঙ্গে জেনেভায় চলমান আলোচনার পর তিনি বলেন, আমরা ৯০ দিনের জন্য শুল্কবিরতির বিষয়ে সম্মত হয়েছি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেসব প্রতিশোধমূলক শুল্ক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেগুলো সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে।
চুক্তি নিয়ে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ৯০ দিনের বিরতি ১৪ মে থেকে কার্যকর হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ভবিষ্যৎ আলোচনার জন্য একটি স্থায়ী ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলবে।
এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, আর চীনের পক্ষে থাকবেন ভাইস প্রিমিয়ার হে লিফেং। পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্রে, চীনে অথবা উভয় দেশের সম্মতিতে নির্ধারিত কোনো তৃতীয় দেশে।
নতুন করে শুল্ক কমানোর অর্থ হলো, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার কমে দাঁড়াবে ৩০ শতাংশে, আর মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক কমে হবে ১০ শতাংশ। বিবিসি প্রতিবেদক থিও লেগেট লেখেন, এটি প্রত্যাশার চেয়েও বেশি— তবে ৩০ শতাংশ শুল্ক এখনও অনেক বেশি।
গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর শুল্ক আরোপ করেন। বেইজিং তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়। দুই দেশই পাল্টাপাল্টিভাবে শুল্ক আরোপ শুরু করে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। চীনা পণ্যে নতুন মার্কিন শুল্ক ১৪৫ শতাংশ এবং চীনে কিছু মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ হয়।