ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইসির নিবন্ধন সার্টিফিকেট পেয়েছে এনসিপি ফেব্রুয়ারির নির্বাচন ভবিষ্যত বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার রূপরেখা অঙ্কন করবে: ইসি সানাউল্লাহ আরেক মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন জয় আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান পাচারের অর্থ ফেরত আনার সক্ষমতা বর্তমান সরকারের নেই : রেজা কিবরিয়া দাম কমিয়ে বৈধ আমদানি বাড়াতে মোবাইল ফোনে শুল্ক কমছে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা ধোঁকা দেওয়ার দিন শেষ : চরমোনাই পীর ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ, তীব্র যানজট সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিবের দায়িত্বে হাবিবুর রহমান সিদ্দিকী

৮ কুকুরছানা হত্যার ঘটনায় সেই নারী কারাগারে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • Update Time : ১২:৫৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৩ Time View

অভিযুক্ত নিশি রহমান

পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার নিশি রহমানকে (৩৮) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০৩ ডিসেম্বর) পাবনা আমলি-২ আদালতের বিচারক তরিকুল ইসলাম অভিযুক্ত আসামি নিশি রহমানের জামিন নামঞ্জুর করেন। সেই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (০২ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে ঈশ্বরদী পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ।

এর আগে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আবদুন নূর জানান, দণ্ডবিধির (১৮৬০) ৪২৯ ধারায় মামলাটি করা হয়েছে। উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানকে (৩৮) আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ঈশ্বরদী পৌর সদরে রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় গেজেটেড ভবনে বসবাসরত নিশি বেগম কর্তৃক অমানবিকভাবে ৮টি কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটে। পরে মৃত কুকুর ছানাগুলোকে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর জানান, গেজেটেড ভবনে মা কুকুর সম্প্রতি ৮টি কুকুরছানা প্রসব করে। গত রোববার সন্ধ্যার পর ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুরটি হন্যে হয়ে এদিক সেদিক খোঁজ করার পাশাপাশি বিকটভাবে কাঁদতে থাকে। সারারাতই মা কুকুরটিকে অফিসার্স ক্লাব এবং আবাসিক এলাকার বিভিন্ন বাসার দরজায় দরজায় ঘুরতে দেখা গেছে। এসময় খাবার দিলেও সে কোনো কিছুতে মুখ দেয়নি। আমরা তখনও জানি না, ছানাগুলো নেই। পরে ছানাগুলো নেই জানার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, সোমবার সকালে ইউএনও স্যারের আবাসিক ভবনের সামনে দিয়ে হাসানুর রহমান নয়ন স্যার ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় তাকে কুকুর ছানার বিষয়ে জিজ্ঞেস করি। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এসময় তার ছোট ছেলে বলে ওঠে ‘আম্মু কুকুরের বাচ্চাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।’ একথা শুনে নয়ন স্যার দ্রুত স্থান ত্যাগ করেন। পরে পুকুরে গিয়ে দেখি মুখ বাঁধা বস্তা ভাসছে। তুলে এনে বস্তার মুখ খুলে দেখা যায় ছানাগুলো মরে আছে।

এদিকে, এ ঘটনার ছবিসহ সংবাদ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক পোস্টেই কুকুর হত্যাকারীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে থাকেন অনেকেই।

এ বিষয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (এডিসি) সুবীর কুমার দাস ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অবশেষে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারও হয়েছে। অশেষ কৃতজ্ঞতা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা স্যার, অতিরিক্ত পুলিশ সুপার আমার প্রিয় ব্যাচমেট প্রণব দাদা, ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা আপু, অন্যান্য সরকারি কর্মকর্তারা যারা এই যুদ্ধে সবসময় আমার পাশে ছিলেন, ঈশ্বরদী অফিসার ইনচার্জ, মিডিয়ার সহকর্মীরা এবং সারা দেশবাসীর প্রতি এবং সবশেষে যার কথা না বললেই নয় রাকিবুল আমিল ভাই ও তার টিম। আর যেন কোনো অবলা প্রাণীর ক্ষতি না হয়। এই পৃথিবী আমাদের সবার।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

৮ কুকুরছানা হত্যার ঘটনায় সেই নারী কারাগারে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
Update Time : ১২:৫৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

পাবনার ঈশ্বরদীতে মা কুকুরের অগোচরে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার নিশি রহমানকে (৩৮) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০৩ ডিসেম্বর) পাবনা আমলি-২ আদালতের বিচারক তরিকুল ইসলাম অভিযুক্ত আসামি নিশি রহমানের জামিন নামঞ্জুর করেন। সেই সঙ্গে আগামী ৬ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (০২ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে ঈশ্বরদী পৌর শহরের একটি ভাড়া বাসা থেকে অভিযুক্ত ওই নারীকে গ্রেপ্তার করে ঈশ্বরদী থানা পুলিশ।

এর আগে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আবদুন নূর জানান, দণ্ডবিধির (১৮৬০) ৪২৯ ধারায় মামলাটি করা হয়েছে। উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমানকে (৩৮) আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ঈশ্বরদী পৌর সদরে রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরের আবাসিক এলাকায় গেজেটেড ভবনে বসবাসরত নিশি বেগম কর্তৃক অমানবিকভাবে ৮টি কুকুরছানা পানিতে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটে। পরে মৃত কুকুর ছানাগুলোকে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর জানান, গেজেটেড ভবনে মা কুকুর সম্প্রতি ৮টি কুকুরছানা প্রসব করে। গত রোববার সন্ধ্যার পর ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুরটি হন্যে হয়ে এদিক সেদিক খোঁজ করার পাশাপাশি বিকটভাবে কাঁদতে থাকে। সারারাতই মা কুকুরটিকে অফিসার্স ক্লাব এবং আবাসিক এলাকার বিভিন্ন বাসার দরজায় দরজায় ঘুরতে দেখা গেছে। এসময় খাবার দিলেও সে কোনো কিছুতে মুখ দেয়নি। আমরা তখনও জানি না, ছানাগুলো নেই। পরে ছানাগুলো নেই জানার পর বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, সোমবার সকালে ইউএনও স্যারের আবাসিক ভবনের সামনে দিয়ে হাসানুর রহমান নয়ন স্যার ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় তাকে কুকুর ছানার বিষয়ে জিজ্ঞেস করি। তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। এসময় তার ছোট ছেলে বলে ওঠে ‘আম্মু কুকুরের বাচ্চাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।’ একথা শুনে নয়ন স্যার দ্রুত স্থান ত্যাগ করেন। পরে পুকুরে গিয়ে দেখি মুখ বাঁধা বস্তা ভাসছে। তুলে এনে বস্তার মুখ খুলে দেখা যায় ছানাগুলো মরে আছে।

এদিকে, এ ঘটনার ছবিসহ সংবাদ দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক পোস্টেই কুকুর হত্যাকারীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করতে থাকেন অনেকেই।

এ বিষয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (এডিসি) সুবীর কুমার দাস ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অবশেষে হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এবং আসামি গ্রেপ্তারও হয়েছে। অশেষ কৃতজ্ঞতা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা স্যার, অতিরিক্ত পুলিশ সুপার আমার প্রিয় ব্যাচমেট প্রণব দাদা, ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা আপু, অন্যান্য সরকারি কর্মকর্তারা যারা এই যুদ্ধে সবসময় আমার পাশে ছিলেন, ঈশ্বরদী অফিসার ইনচার্জ, মিডিয়ার সহকর্মীরা এবং সারা দেশবাসীর প্রতি এবং সবশেষে যার কথা না বললেই নয় রাকিবুল আমিল ভাই ও তার টিম। আর যেন কোনো অবলা প্রাণীর ক্ষতি না হয়। এই পৃথিবী আমাদের সবার।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি নিশি রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।