৭ দফা দাবিতে রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের লং মার্চ পালন

- Update Time : ০৮:০০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২২ Time View
ডিপ্লোমা প্রকৌশলীদের উপর মব সৃষ্টি করে হামলা-মামলার অভিযোগে নেসকো রংপুরের সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানসহ তার সন্ত্রাসীদের গ্রেপ্তারে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দেশের ৬টি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা লং-মার্চ টু নেসকো কর্মসূচী পালন করে এ আল্টিমেটাম দেন। দাবি পূরণ না হলে নেসকো রাজশাহী প্রধান কার্যালয়ে লং মার্চ কর্মসূচী পালনের ঘোষণা দেন তারা।
মঙ্গলবার(২ সেপ্টেম্বর) দুপুরে নেসকোর পরিবর্তে নগরীর পুরাতন ট্রাকস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে লং মার্চ শেষ করেন। এর আগে সকাল থেকে পূর্ব ঘোষিত লং মার্চ টু নেসকো কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ঢাকাসহ উত্তরবঙ্গের পলিটেকনিক শিক্ষার্থীরা আসতে শুরু করেন। বেলা সাড়ে ১২টায় লং মার্চ নেসকো কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করে রংপুর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসা সহস্রাধিক শিক্ষার্থী। তারা নগরীর পুরাতন ট্রাকস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে নেসকো রংপুরের প্রধান প্রকৌশলীর কাছে ৭ দফা দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতিত অন্যদের নিয়োগ বন্ধ করা, সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের হার এক অনুপাত পাঁচ করা, ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরুপ পূর্ব নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে শতকরা ৩৩ ভাগ পদোন্নতি নিশ্চিত করা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী পদের পরিবর্তে পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিম্নস্তরের পদে নিয়োগ বন্ধ করা, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কিছু বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে শিক্ষক-শিক্ষার্থীর আনুপাতিক হার এক অনুপাত ১২ করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ নেওয়া, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা।
দিনাজপুর পলিটেকনিকের শিক্ষার্থী জাহিদ হোসেন, রাজশাহীর ময়নুল ইসলাম, রংপুরের আফরোজা আক্তার, সাদিক হোসেনসহ অন্যরা জানান, গত ২৫ আগস্ট দুপুরে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ অফিসে সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানের ইন্ধনে একদল বহিরাগত সন্ত্রাসীরা নেসকোতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের গালিগালাজসহ মব সন্ত্রাস করে। পরবর্তীতে এ ঘটনা আঁড়াল করতে বিএসসি ইঞ্জিনিয়াররা মব সন্ত্রাসের দায় নির্যাতিত ডিপ্লোমা প্রকৌশলীদের উপর চাপিয়ে তাদের বিরুদ্ধেই হয়রানিমূলক মামলা দায়ের করে। এ ঘটনায় দেশজুড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়নসহ ডিপ্লোমা প্রকৌশলীদের উপর মব সৃষ্টিকারী প্রকৌশলী রোকনুজ্জামান ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়