৭২ ঘণ্টার মধ্যে সেই মোবাইল ফোন উদ্ধার

- Update Time : ০৬:০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৮৭ Time View
কুষ্টিয়া সদর থানা পুলিশ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তরের মাধ্যমে।
গত ৯ জুন দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের গাং পাড়া জামে মসজিদের ইমাম মাহামুদ রেজা তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন। ঘটনার পরপরই তিনি কুষ্টিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং মোবাইল ফোনটির বিস্তারিত তথ্য প্রদান করেন।
সাধারণ ডায়েরির ভিত্তিতে কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেনের নেতৃত্বে ও তত্ত্বাবধানে পুলিশ সদস্য ইস্তিয়াক আহমেদের কার্যকর তৎপরতায় মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়। পরে যথাযথ যাচাই-বাছাই ও প্রমাণাদির ভিত্তিতে ফোনটি প্রকৃত মালিক ইমাম মাহামুদ রেজার হাতে তুলে দেওয়া হয়।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে কুষ্টিয়া সদর থানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলটি হস্তান্তর করা হয়।
এ সময় থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন বলেন, “সাম্প্রতিক সময়ে মোবাইল চুরির ঘটনায় আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকদের খুঁজে বের করে তাদের কাছে বুঝিয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।”
মোবাইল ফিরে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে ইমাম মাহামুদ রেজা বলেন, “মনে হয়েছিল মোবাইলটি আর কোনোদিন ফিরে পাব না। কিন্তু বাংলাদেশ পুলিশের আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখে আমি অভিভূত। বিশেষ করে কুষ্টিয়া সদর থানা পুলিশের প্রতি আমি কৃতজ্ঞ।”
এমন একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপের জন্য কুষ্টিয়া সদর থানার ওসি মোশাররফ হোসেন এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়