৬ দফা দাবিতে শহীদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

- Update Time : ০৫:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৯ Time View
চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দিদের মুক্তিসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। আগামীকাল বেলা ১২টার মধ্যে সরকার থেকে দিক-নির্দেশনা না আসলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তিন দিনের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
সংশ্লিষ্টরা দাবি করেন, অন্যায়ভাবে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করেছিলো তৎকালীন সরকার। তাই বিডিআর সদস্যদের সরকারি সকল প্রকার ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। এছাড়াও বিজিবির নাম পরিবর্তন করে বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া কারাবন্দি বিডিআর সদস্যদের দ্রুত মুক্তি দিতে হবে।
এছাড়া উদ্দেশ্যপ্রণোদিত বিস্ফোরক মামলা বাতিল করারও দাবি জানান তারা। পিলখানায় হত্যার শিকার ৫৭ সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ সর্বমোট ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে জাতীয় দিবস ঘোষণার দাবি করেন আন্দোলনরতরা।