ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৫ মামলায় হাইকোর্টে সাবেক প্রধান বিচারপতি খায়রুলের জামিন আবেদন

Reporter Name
  • Update Time : ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / ১১৩ Time View

পাঁচ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আদালতের সংশ্লিষ্ট শাখায় রোববার (১৯ অক্টোবর) আবেদনটি জমা দেন তার আইনজীবী।

এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন বেঞ্চে সোমবার (২০ অক্টোবর) শুনানি হতে পারে। সংশ্লিষ্ট সূত্র এমন তথ্য জানিয়েছে।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গত ২৪ জুলাই গ্রেফতার হন। তিনি এখন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন। তার পক্ষে আইনজীবী কামরুল হক সিদ্দিকী, মুনসুর আলী চৌধুরী, এম কে রহমান, সৈয়দ মঞ্জুর মোরশেদ ও মোনায়েম নবী শাহীনের শুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা; শাহবাগ, নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক রায় জালিয়াতি এবং রাজউকের প্লট কেনায় দুর্নীতির অভিযোগে দুদকের মামলা রয়েছে। এসব মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে জামিন আবেদন নিয়ে এসেছেন।

হত্যা মামলায় জামিনের আবেদনে বলা হয়, যে তারিখে হত্যার ঘটনা দেখানো হয়েছে, সেদিন পর্যন্ত খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান হিসেবে তিনি পুলিশ প্রোটোকল ছাড়া কোথাও যাননি। পুলিশের মুভমেন্ট ডায়েরি অনুযায়ী তিনি সেদিন বাড়িতে ছিলেন।

রায় জালিয়াতির মামলায় জামিনের আবেদনে উল্লেখ করা হয়, তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক মামলার রায়ের সময় আপিল বিভাগে সাতজন বিচারক ছিলেন। সবাই মিলে এ রায় দিয়েছেন। একজন বিচারকের পক্ষে রায় দেওয়া সম্ভব না। রায় দেওয়ার ক্ষেত্রে কোনো বিচারককে জোর করা হয়নি। ওই সব বিচারপতি এত দিনেও এ বিষয়ে আপত্তি করেননি।

দুদকের মামলায় জামিনের আবেদনে বলা হয়, মামলায় রাজউকের পূর্বাচল প্লটের জন্য সময়মতো কিস্তি না দিয়ে চার লাখ ৭৪ হাজার ২৩০ টাকা সুদ মওকুফের অভিযোগ আনা হয়েছে খায়রুল হকের বিরুদ্ধে। তবে তিনি সুদ মওকুফের জন্য আবেদন করেননি। আর সুদ মওকুফ আইনগত বিষয়, ফৌজদারি অপরাধ নয়।

Please Share This Post in Your Social Media

৫ মামলায় হাইকোর্টে সাবেক প্রধান বিচারপতি খায়রুলের জামিন আবেদন

Reporter Name
Update Time : ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

পাঁচ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। আদালতের সংশ্লিষ্ট শাখায় রোববার (১৯ অক্টোবর) আবেদনটি জমা দেন তার আইনজীবী।

এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের নেতৃত্বাধীন বেঞ্চে সোমবার (২০ অক্টোবর) শুনানি হতে পারে। সংশ্লিষ্ট সূত্র এমন তথ্য জানিয়েছে।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গত ২৪ জুলাই গ্রেফতার হন। তিনি এখন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন। তার পক্ষে আইনজীবী কামরুল হক সিদ্দিকী, মুনসুর আলী চৌধুরী, এম কে রহমান, সৈয়দ মঞ্জুর মোরশেদ ও মোনায়েম নবী শাহীনের শুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা; শাহবাগ, নারায়ণগঞ্জের বন্দর ও ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক রায় জালিয়াতি এবং রাজউকের প্লট কেনায় দুর্নীতির অভিযোগে দুদকের মামলা রয়েছে। এসব মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে জামিন আবেদন নিয়ে এসেছেন।

হত্যা মামলায় জামিনের আবেদনে বলা হয়, যে তারিখে হত্যার ঘটনা দেখানো হয়েছে, সেদিন পর্যন্ত খায়রুল হক আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান হিসেবে তিনি পুলিশ প্রোটোকল ছাড়া কোথাও যাননি। পুলিশের মুভমেন্ট ডায়েরি অনুযায়ী তিনি সেদিন বাড়িতে ছিলেন।

রায় জালিয়াতির মামলায় জামিনের আবেদনে উল্লেখ করা হয়, তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক মামলার রায়ের সময় আপিল বিভাগে সাতজন বিচারক ছিলেন। সবাই মিলে এ রায় দিয়েছেন। একজন বিচারকের পক্ষে রায় দেওয়া সম্ভব না। রায় দেওয়ার ক্ষেত্রে কোনো বিচারককে জোর করা হয়নি। ওই সব বিচারপতি এত দিনেও এ বিষয়ে আপত্তি করেননি।

দুদকের মামলায় জামিনের আবেদনে বলা হয়, মামলায় রাজউকের পূর্বাচল প্লটের জন্য সময়মতো কিস্তি না দিয়ে চার লাখ ৭৪ হাজার ২৩০ টাকা সুদ মওকুফের অভিযোগ আনা হয়েছে খায়রুল হকের বিরুদ্ধে। তবে তিনি সুদ মওকুফের জন্য আবেদন করেননি। আর সুদ মওকুফ আইনগত বিষয়, ফৌজদারি অপরাধ নয়।