ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪, ৪ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

৪ দিনের রাষ্ট্রীয় সফরে কাল পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি
  • Update Time : ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • / ২১ Time View

চতুর্থবারের মতো আগামীকাল রোববার ৪ দিনের রাষ্ট্রীয় সফরে জন্মভূমি পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিকে ভূমি পুত্রকে বরণে পাবনায় ব্যাপক প্রস্ততি গ্রহন করা হয়েছে। ব্যানার-ফেস্টুন, তোরণ ও আলোক সজ্জায় ছেয়ে গেছে গোটা শহর। সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ি আগামীকাল রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন।

পরদিন ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকরিজীবিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
১২ জুন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন মহামান্য রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে আনন্দ উৎসব। অভিনন্দন জানিয়ে শহর জুড়ে তোরণ, ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে।
এর আগের ৩টি সফরে তিনি পাবনার উন্নয়নমূলক বেশ কিছু কাজের ঘোষণা দিয়েছিলেন। সেগুলো বাস্তবায়নের পথে। এ সফরেও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ঘোষণার আশা করছেন পাবনাবাসী।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী গনমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী।
পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান গনমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। চতুর্থবারের মতো নিজ জেলা পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

৪ দিনের রাষ্ট্রীয় সফরে কাল পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

Update Time : ০৫:৪৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

চতুর্থবারের মতো আগামীকাল রোববার ৪ দিনের রাষ্ট্রীয় সফরে জন্মভূমি পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিকে ভূমি পুত্রকে বরণে পাবনায় ব্যাপক প্রস্ততি গ্রহন করা হয়েছে। ব্যানার-ফেস্টুন, তোরণ ও আলোক সজ্জায় ছেয়ে গেছে গোটা শহর। সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে।

পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ি আগামীকাল রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে পাবনায় পৌঁছাবেন। সেখান থেকে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার শেষে বিশ্রাম নেবেন এবং রাত্রিযাপন করবেন।

পরদিন ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকরিজীবিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
১২ জুন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন মহামান্য রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে আনন্দ উৎসব। অভিনন্দন জানিয়ে শহর জুড়ে তোরণ, ব্যানার-ফেস্টুন টাঙানো হয়েছে।
এর আগের ৩টি সফরে তিনি পাবনার উন্নয়নমূলক বেশ কিছু কাজের ঘোষণা দিয়েছিলেন। সেগুলো বাস্তবায়নের পথে। এ সফরেও বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ঘোষণার আশা করছেন পাবনাবাসী।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী গনমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে সর্বস্তরের আইনশৃঙ্খলা বাহিনী।
পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান গনমাধ্যমকে বলেন, রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। চতুর্থবারের মতো নিজ জেলা পাবনা সফর যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।