৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারের গণিতে প্রথম কুবির অলি উল্লাহ
- Update Time : ১১:২১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৭০ Time View
৪৯তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের হয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের অনার্স ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো. অলি উল্লাহ। তাঁর এ অর্জনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত।
জানা যায়, অলি উল্লাহ ২০২৩ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে তিনি বিসিএসের প্রস্তুতি নিতে শুরু করেন। নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই তিনি শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের প্রথম স্থান অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে ২০২৪ সালের শুরুতে তিনি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লায় শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশে গণিত বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে অলি উল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার পরিশ্রম বৃথা যায়নি। আমি শিক্ষা ক্যাডারে গণিত বিভাগের প্রথম হয়েছি। আমি মনে করি বাবা-মা, বোন, শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র সবার দোয়া এবং আমার পরিশ্রম আর আল্লাহর রহমতেই ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে গণিত থেকে প্রথম স্থান অর্জন করতে পেরেছি।’
বিসিএস পরীক্ষার প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, ‘সবচেয়ে বড় শর্টকাট হচ্ছে সবচেয়ে বেশি পড়া। বিশাল সিলেবাস ও অসংখ্য প্রতিযোগির মাঝে টিকে থাকতে হলে নিজেকে ব্যতিক্রমভাবে প্রস্তুত করতে হবে। শর্টকাট সাজেশনের ওপর নির্ভর না করে প্রিলি, রিটেন ও ভাইভার প্রতিটি ধাপে মনোযোগ দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাবা-মার মুখটা মনে রেখে আল্লাহর নাম নিয়ে ম্যারাথন যাত্রায় নামতে হবে। কারণ, বিসিএস একটি দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা।’
অলি উল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমি যেন আমার অর্জিত দায়িত্ব সৎভাবে ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সেই দোয়া চাই!’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়





































































































































































































