ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৪৭তম বিসিএসের অযৌক্তিক সময়সূচির প্রতিবাদে বাকৃবি শিক্ষার্থীদের অবস্থান

বাকৃবি প্রতিনিধি
  • Update Time : ০৬:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ৪৫ Time View

পিএসসি কর্তৃক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় “অবাস্তবিক ও বৈষম্যমূলক” সময় নির্ধারণ এবং শান্তিপূর্ণ আন্দোলনে পরপর দুই দিন পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থান ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন ৪৭তম বিসিএসপ্রত্যাশীরা। আজ রবিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে ৪৭তম বিসিএসপ্রত্যাশীরা বলেন, “পিএসসি কোনো আলোচনা বা যৌক্তিকতা বিবেচনা না করেই পরীক্ষার্থীদের ওপর একতরফাভাবে অমানবিক সময়সূচি চাপিয়ে দিয়েছে। পরপর দুইবার শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা প্রমাণ করে—পরীক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।”

তারা আরও বলেন, “৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। অল্প সময়ের মধ্যে বিপুল সিলেবাস প্রস্তুত করা অসম্ভব। এই সময়সূচি এমসিকিউ পদ্ধতির মতো চাপিয়ে দেওয়া হয়েছে—যা সম্পূর্ণ অযৌক্তিক।”

৪৭তম বিসিএসপ্রত্যাশীরা পিএসসির প্রতি দাবি জানান, ‘পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণ করা, পুলিশের হামলার ঘটনার তদন্ত করা এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা।’

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমরা সংঘাত চাই না, আলোচনা চাই। কিন্তু পরীক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করলে আন্দোলন আরও কঠোর হবে।”

Please Share This Post in Your Social Media

৪৭তম বিসিএসের অযৌক্তিক সময়সূচির প্রতিবাদে বাকৃবি শিক্ষার্থীদের অবস্থান

বাকৃবি প্রতিনিধি
Update Time : ০৬:১৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

পিএসসি কর্তৃক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় “অবাস্তবিক ও বৈষম্যমূলক” সময় নির্ধারণ এবং শান্তিপূর্ণ আন্দোলনে পরপর দুই দিন পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থান ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন ৪৭তম বিসিএসপ্রত্যাশীরা। আজ রবিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে ৪৭তম বিসিএসপ্রত্যাশীরা বলেন, “পিএসসি কোনো আলোচনা বা যৌক্তিকতা বিবেচনা না করেই পরীক্ষার্থীদের ওপর একতরফাভাবে অমানবিক সময়সূচি চাপিয়ে দিয়েছে। পরপর দুইবার শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলা প্রমাণ করে—পরীক্ষার্থীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।”

তারা আরও বলেন, “৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। অল্প সময়ের মধ্যে বিপুল সিলেবাস প্রস্তুত করা অসম্ভব। এই সময়সূচি এমসিকিউ পদ্ধতির মতো চাপিয়ে দেওয়া হয়েছে—যা সম্পূর্ণ অযৌক্তিক।”

৪৭তম বিসিএসপ্রত্যাশীরা পিএসসির প্রতি দাবি জানান, ‘পরীক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণ করা, পুলিশের হামলার ঘটনার তদন্ত করা এবং নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা।’

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আমরা সংঘাত চাই না, আলোচনা চাই। কিন্তু পরীক্ষার্থীদের ন্যায্য দাবি উপেক্ষা করলে আন্দোলন আরও কঠোর হবে।”