৪০ কেজি গাঁজাসহ নেটফ্লিক্স তারকা আটক

- Update Time : ১০:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৭০ Time View
নেটফ্লিক্সের তারকা ওলগা বেডনারস্কা। তিনি যুক্তরাজ্যে প্রায় ২ কোটি টাকারও বেশি মূল্যের গাঁজাসহ যুক্তরাজ্যে ধরা পড়েছেন। তার আটক হওয়ার খবরটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নেটফ্লিক্সের ‘টু হট টু হ্যান্ডেল’ শো দিয়ে তারকাখ্যাতি পেয়েছেন ওলগা বেডনারস্কা। তিনি যুক্তরাজ্যে একটি ক্লাস বি মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। এই রিয়ালিটি টিভি তারকা এরইমধ্যে আদালতে ৪০ কেজি গাঁজা যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করার কথা স্বীকার করেছেন।
বেডনারস্কাকে অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়। যেখানে কর্মকর্তারা দুটি সুটকেসে ১ লাখ ৫৭ হাজার ইউরো মূল্যের ‘ক্লাস বি’ মাদক সনাক্ত করেন। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকারও বেশি।
গ্রেফতারের পর বেশ কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত সিদ্ধান্ত নেয় তাকে ১৫ দিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে। তাকে ২০ মাসের অস্থায়ী সাজাও দেওয়া হয়। সেই সাজায় উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী যদি ২০২৬ সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধ করেন তবে তাকে ২০ মাস জেল খাটতে হবে।
আদালতে বেডনারস্কা দাবি করেন, তাকে একজন বলেছিল কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যেতে হবে। সেজন্য তাকে ১৮ হাজার ইউরো এবং ফ্লাইটের খরচ দেয়া হবে। এরমধ্যে মাদক আছে তা জানতেন না তিনি।
তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারক তাকে বলেন, ‘আপনি এমন একজনের ওপর বিশ্বাস রেখেছিলেন যাকে আপনি খুব ভালোভাবে জানতেন না। এটাও একটা অন্যায়। আপনি মাদক পাচারে সরাসরি যুক্ত হয়েছেন। নিজে লাভবান হওয়ার আশায় যাছাই না করেই অবৈধ জিনিস বহন করেছেন।’
খবর অনুযায়ী, যখন অভিনেত্রীকে এয়ারপোর্টে আটক করা হয় তখন তিনি সুটকেসের কোডও জানতেন না। ডেইলি মেইল জানিয়েছে, বেডনারস্কা প্রায় ১৬ হাজার ইউরো ঋণে ডুবে গিয়েছিলেন। তিনি তার আয় থেকে বেশি খরচ করতেন। ঋণ থেকে বাঁচার জন্যই তিনি অন্যের জিনিস আনা নেয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়